
T20 World Cup Ireland Squad: আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দল। শ্রীলঙ্কা ও ভারতের যৌথ আয়োজনে হতে চলা এই টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ওপেনার পল স্টার্লিং। তাঁর সঙ্গেই উপ-অধিনায়ক হিসেবে থাকছেন উইকেটকিপার-ব্যাটার লরকান টাকার। সবচেয়ে উল্লেখযোগ্য, তিন নতুন মুখ টিম টেক্টর, বেন ক্যালিটজ ও ম্যাথিউ হামফ্রিজ নিয়ে দল আরও গতিময়, আরও আগ্রাসী।
গত বিশ্বকাপে খেলা ১২ জনকে আবারও বেছে নিয়েছে নির্বাচকরা। আইপিএল-এ গুজরাট টাইটান্সের হয়ে খেলা বাঁ-হাতি পেসার জশ লিটলও রয়েছেন স্কোয়াডে। আইপিএল-এ ১১ ম্যাচে ১১ উইকেট নেওয়া লিটলকে এবার বিশেষ ভরসা করা হচ্ছে উপমহাদেশের উইকেটে। ব্যাট-বল মিলিয়ে ভারসাম্য রাখতেই মূলত ‘এক্সপেরিয়েন্স + ইয়ুথ’ কম্বিনেশন বেছে নিয়েছে আইরল্যান্ড।
আয়ারল্যান্ডের পূর্ণাঙ্গ স্কোয়াড: পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডেয়ার, রস অ্যাডেয়ার, বেন ক্যালিটজ, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, ম্যাথিউ হামফ্রিজ, জশ লিটল, ব্যারি ম্যাককার্থি, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লরকান টাকার (সহ-অধিনায়ক), বেন হোয়াইট, ক্রেগ ইয়ং
ম্যাচ সূচি
আইরল্যান্ড থাকবে গ্রুপ-বি তে। প্রতিপক্ষ শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ওমান ও জিম্বাবোয়ে।
৮ ফেব্রুয়ারি-শ্রীলঙ্কা, আর. প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
১১ ফেব্রুয়ারি-অস্ট্রেলিয়া, আর. প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
১৪ ফেব্রুয়ারি-ওমান, এস.এস.সি গ্রাউন্ড, কলম্বো
১৭ ফেব্রুয়ারি-জিম্বাবোয়ে, পাল্লেকেলে
জাতীয় নির্বাচক অ্যান্ড্রু হোয়াইট বলেছেন
২০২২-এর সুপার-১২ রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডকে হারানো দলের মূল কাঠামো এবারও বজায় রাখা হয়েছে। ২০২৪ সালে কিছু ব্যর্থতা থাকলেও দল পুনরায় নিজেদের ছন্দে ফিরতে প্রস্তুত। টুর্নামেন্টের আগে ইতালি ও সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে উপমহাদেশের কন্ডিশনে মানিয়ে নিতে সুবিধা হবে। এটি আইরল্যান্ডের নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ।