Advertisement

Bangladesh Cricket Politics: ক্রিকেটকে অ্যান্টি-ইন্ডিয়া রাজনীতিতে ব্যবহার করছে বাংলাদেশের মৌলবাদীরা?

ক্রিকেট না রাজনীতি, এই প্রশ্নে রাজনীতিকেই বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বর্তমান বাংলাদেশে আসন্ন নির্বাচনকে মাথায় রেখেই ক্রিকেটিয় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যার ফলে ভারতে খেলতে আসা বাংলাদেশের ক্রিকেটারদের জন্য 'নিরাপদ নয়' বলে জানাচ্ছে সেই দেশের ক্রিকেট বোর্ড। আর তাতেই টি২০ বিশ্বকাপ খেলার আশা ক্ষীণ হচ্ছে মহম্মদ ইউনূসের দেশের। তাতে আদতে ক্ষতি হবে ভারতের হাত ধরে উঠে আসা বাংলাদেশ ক্রিকেটেরই। যদিও তা নিয়ে কারও মাথা ব্যথা রয়েছে বলে তো মনে হয় না। বরং তারা আদতে পলিটিক্যাল ফায়দা তুলতেই ব্যস্ত। 

বাংলাদেশ ক্রিকেটে রাজনীতিবাংলাদেশ ক্রিকেটে রাজনীতি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Jan 2026,
  • अपडेटेड 12:52 PM IST
  • ক্রিকেট না রাজনীতি, এই প্রশ্নে রাজনীতিকেই বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
  • বর্তমান বাংলাদেশে আসন্ন নির্বাচনকে মাথায় রেখেই ক্রিকেটিয় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে
  • ভারতে খেলতে আসা বাংলাদেশের ক্রিকেটারদের জন্য 'নিরাপদ নয়' বলে জানাচ্ছে সেই দেশের ক্রিকেট বোর্ড

ক্রিকেট না রাজনীতি, এই প্রশ্নে রাজনীতিকেই বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বর্তমান বাংলাদেশে আসন্ন নির্বাচনকে মাথায় রেখেই ক্রিকেটিয় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যার ফলে ভারতে খেলতে আসা বাংলাদেশের ক্রিকেটারদের জন্য 'নিরাপদ নয়' বলে জানাচ্ছে সেই দেশের ক্রিকেট বোর্ড। আর তাতেই টি২০ বিশ্বকাপ খেলার আশা ক্ষীণ হচ্ছে মহম্মদ ইউনূসের দেশের। তাতে আদতে ক্ষতি হবে ভারতের হাত ধরে উঠে আসা বাংলাদেশ ক্রিকেটেরই। যদিও তা নিয়ে কারও মাথা ব্যথা রয়েছে বলে তো মনে হয় না। বরং তারা আদতে পলিটিক্যাল ফায়দা তুলতেই ব্যস্ত। 

ইতিহাস ভুলে গিয়েছে ঢাকা
ইতিহাসকে আপনি যতই ভুলে যেতে চেষ্টা করুন না কেন, সেটা বদলায় না। তাই বাংলাদেশ যতই নিজের স্বাধীনতায় ভারতের ভূমিকার কথা ভুলে যেতে চাক, ইতিহাস একই থাকবে।

তবে শুধুই কি স্বাধীনতা, এই যে ক্রিকেট নিয়ে বাংলাদেশের এত লাফালাফি, সেটাও তৈরি হয়েছে ভারতেরই দৌলতে। বিসিসিআই না থাকলে টেস্টই খেলতে পারত না বাংলাদেশ। আর সেই দেশই নাকি এখন নিজেদের রাজনৈতিক স্বার্থে ক্রিকেটকে বিসর্জন দিতে ব্যস্ত হয়ে গিয়েছে। 

ভারত নিরাপদ নয়...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান সম্প্রতি বলেছেন, 'ভারতে খেলা বাংলাদেশের জন্য নিরাপদ নয়।' আর তাঁর এই বক্তব্যের পিছনে দুইটি অর্থ খুঁজে পাচ্ছেন বিশেষজ্ঞরা। প্রথমত, এর মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির চাপের কাছে ক্রিকেট বোর্ডের নথি স্বীকার সম্ভব হল। দ্বিতীয়ত, অ্যান্টি-ইন্ডিয়া ন্যারেটিভ যাতে আরও ধুঁয়ো পায়, সেই বার্তাও দেওয়া গেল। 

আসলে বাংলাদেশ ভুলে গিয়েছে যা ভারত IPL-এর মতো একটা মেগা ইভেন্ট প্রতিবছর অনুষ্ঠিত করে। আর কোনও সমস্যা ছাড়াই এটা অনুষ্ঠিত হয়। আর সেই দেশে এসে বাংলাদেশের ক্রিকেটাররা নিরাপত্তাহীনতায় ভুগবে, এটা তো বিশ্বাসই করা যায় না। 

ঢাকার রাজনীতি
মাথায় রাখতে হবে, বতর্মানে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। আর এমন পরিস্থিতিতে ভারতে খেলেতে না চেয়ে নিজেদের অ্যান্টি-ইন্ডিয়া অবস্থান দেখাতে চাইছে বোর্ড। আর সেই বিষয়টা বারবার স্পষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশ বোর্ডের চিফের বক্তব্যে। তাই এটা সহজেই বলা যায় যে ক্রিকেটের স্বার্থ ভুলে আদতে রাজনীতি করতে চাইছে ঢাকা। তাই তারা এমন কাজ করছে। 

Advertisement

মাথায় রাখতে হবে, বাংলাদেশের ক্রিকেটারদের টাকার প্রয়োজন। পাশাপাশি তাঁদের দরকার এমন একটা প্ল্যাটফর্ম, যেখান সকলের নজর যায়। আর ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করে আইপিএল খেলা থেকে ইতিমধ্যেই বঞ্চিত হয়ে গিয়েছে বাংলাদেশি ক্রিকেটাররা। এমন পরিস্থিতিতে বাংলাদেশ টি২০ বিশ্বকাপ না খেললে ক্রিকেটাররা আরও বিপদে পড়তে পারেন। তবে সেই দিকটা ভাবছে কে?

 

Read more!
Advertisement
Advertisement