Advertisement

Rohit Sharma: রোহিত ওয়ানডে থেকেও অবসর নিচ্ছেন? নিউজিল্যান্ড সিরিজে ফ্লপ শোয়ের পর যা জানা যাচ্ছে

সিরিজ হেরে বছর শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল। নিউজিল্যান্ডের সঙ্গে ১-২ তে সিরিজ হেরেছে মেন ইন ব্লু। আর এই সিরিজ হারের পরই ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটার রোহিত শর্মার অবসর নিয়ে নতুন করে জল্পনা তুঙ্গে উঠেছে।   

রোহিত শর্মারোহিত শর্মা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Jan 2026,
  • अपडेटेड 10:47 AM IST
  • সিরিজ হেরে বছর শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল
  • নিউজিল্যান্ডের সঙ্গে ১-২ তে সিরিজ হেরেছে মেন ইন ব্লু
  • ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটার রোহিত শর্মার অবসর নিয়ে নতুন করে জল্পনা তুঙ্গে উঠেছে

সিরিজ হেরে বছর শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল। নিউজিল্যান্ডের সঙ্গে ১-২ তে সিরিজ হেরেছে মেন ইন ব্লু। আর এই সিরিজ হারের পরই ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটার রোহিত শর্মার অবসর নিয়ে নতুন করে জল্পনা তুঙ্গে উঠেছে।   

আসলে এই তিন ম্যাচের সিরিজে ভাল ছন্দে দেখা যায়নি হিটম্যানকে। তিনি বড় রান করতে ব্যর্থ হয়েছেন। প্রথম দুই ম্যাচে তিনি যথাক্রমে ২৬ এবং ২৪ রান করেন। আর ফয়সলার ম্যাচে করেন মাত্র ১১ রান। অর্থাৎ এই গোটা সিরিজে ১০০ তো দূর, হাফ সেঞ্চুরিও করতে পারেননি তিনি। আর রোহিতের ব্যাটে এমন রানের আকাল দেখেই আবার অবসর গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। 

নিজেকে নিয়ে খুশি নন রোহিত
রবিবারের ম্যাচে দারুণ শুরু করেছিলেন রোহিত। তিনি কাইল জেমিসনকে একটা সুন্দর কভার ড্রাইভে ৪ মেরে মেরে নিজের খাতা খোলেন। তবে তারপরই জেমিসন নিজের লাইন বদলে ফেলেন। অফের বাইরে শুরু করেন বোলিং। আর এই সময় থেকেই খেই হারিয়ে ফেলেন রোহিত। তারপর আউট হন। 

পরিসংখ্যান কী বলছে?
পরিসংখ্যানের দিকে যদি তাকানো যায়, তাহলে ৩ ম্যাচের সিরিজে মাত্র ৬১ রান করেছেন রোহিত। তাঁর ব্যাটিং গড় ২০.৩৩। স্ট্রাইক রেট ৭৬.২৫। আর রোহিতের এই অবস্থা দেখেই অবাক ফ্যান থেকে শুরু করে বিশেষজ্ঞরা। কেউ বুঝতেই পারছেন না যে দক্ষিণ অফ্রিকার বিরুদ্ধে ৩ ম্যাচে ১৪৬ রান করা রোহিত কীভাবে নিজের ফর্ম হারিয়ে ফেললেন!

হিটম্যান কি রিটায়ার করছেন? 
রোহিতের এই ইনিংস দেখার পর খুবই আশাহত হয়েছেন তাঁর ফ্যানেরা। তিনি অবসর নেবেন বলে জল্পনা চলছে সোশ্যাল মিডিয়ায়। 

আসলে রোহিত শর্মা এখন শুধু ওয়ানডে খেলেন। তিনি ২০২৭ বিশ্বকাপ খেলবেন বলেই আশা করছেন ফ্যানেরা। তবে ২০২৬-এর শুরুতেই তিনি যে ফর্মে খেলছেন, সেটা দেখেই আবার নতুন করে অবসর প্রসঙ্গ উঠতে শুরু করেছে।

শুভমন কী বললেন? 
রোহিতের ফর্ম নিয়ে অবশ্য চিন্তিত নন ভারতীয় ওয়ানডে দলের বর্তমান অধিনায়ক শুভমন গিল। তাঁর মতে, রোহিত শর্মার অভিজ্ঞতা সম্পর্কে কারও প্রশ্ন থাকার কথা নয়। কোনও খেলোয়াড়ই প্রতি ম্যাচে রান করতে পারে না। রোহিত ভাল ফর্মে আছেন। তবে ইনিংসটা গড়ে তুলতে পারছেন না। খুব শীঘ্রই বড় ইনিংস দেখা যাবে তাঁর ব্যাট থেকে। 

Advertisement

অর্থাৎ রোহিত যে আপাতত অবসর নিচ্ছেন না, সেটা পরিষ্কার করে দিলেন গিল। পাশাপাশি দলও যে হিটম্যানের উপর থেকে আশা হারায়নি, সেটাও প্রমাণ হয়ে গেল। 

পরের ট্যুর কবে? 
এখন প্রায় ৬ মাস বিশ্রামে থাকবেন রোহিত এবং কোহলি। এরপর ইংল্যান্ডের সঙ্গে ওয়ানডে খেলবে ভারত। সেটা জুলাইতে। ততদিন পর্যন্ত তাঁদের মাঠে দেখা যাবে। আর আশা করা যায়, সেই সিরিজে ছন্দে পাওয়া যাবে হিটম্যানকে।

 

Read more!
Advertisement
Advertisement