সকালেই অ্যাডিলেড টেস্ট হেরেছেন রোহিত শর্মারা। বেলা গড়াতেই হারের মুখে পড়তে হল ভবিষ্যতের তারকাদের। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ব্যাটিং বিপর্যয়ের জেরে হারতে হল বৈভব সূর্যবংশীদের।
টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারতের যুব দল। তবে প্রথমে ব্যাট করেও খুব বেশি রান করতে পারেনি বাংলাদেশ। একের পর এক উইকেট তুলে নিয়ে ১৯৮ রানে বাংলাদেশের ইনিংস শেষ করে দেন ভারতের বোলাররা। সবচেয়ে বেশি রান করেন রিজান হোসেন। ৬৫ বলে ৪৭ রানের ইনিংস খেলেন তিনি। মারেন তিনটে চার। মহম্মদ শিহাব জেমস করেন ৬৭ বলে ৪০ রান। তাঁর ব্যাট থেকে আসে তিনটে বাউন্ডারি ও একটা মাত্র ওভার বাউন্ডারি। উইকেটকিপার ফারিদ হাসান ৪৯ বলে ৩৯ রানের ইনিংস খেলে আউট হন। এছাড়া কেউই তেমনভাবে রান করতে পারেননি।
১৯৮ রান ৫০ ওভারে করা খুব কঠিন কাজ নয়। টিকে থাকলেই লক্ষ্যে পৌঁছতে অসুবিধা হওয়ার কথা নয়। তবে সে কাজটাই করতে পারলেন না ভারতীয় দলের ভবিষ্যতের তারকারা। ব্যাট করতে নেমেই কাঁপতে থাকে ভারতীয় দল। ৯২ রানেই সাত উইকেট হারিয়ে ফেলে যুব দল। ক্যাপ্টেন মহম্মদ আমান ৬৫ বল খেলে মাত্র ২৬ রান করে আউট হন। ২৪ রান করে আউট হন হার্দিক রাজ। তিনিই শেষদিকে কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তবে হার্দিক আউট হতেই সব আশা শেষ হয়ে যায় ভারতীয় দলের।
আইপিএল দৌলতে কোটিপতি হওয়া বৈভব সূর্যবংশী ফের বড় মঞ্চ পেয়েও ব্যর্থ। ওপেন করতে নেমে মাত্র ৯ রানেই আউট হন তিনি। কেপি কার্তিকেয় করেন ৪৩ বলে ২১ রান। আন্দ্রে সিদ্ধার্থ আউট হন ৩৫ বলে ২০ রান করে। একের পর এক উইকেট হারিয়ে ভারতের ইনিংস শেষ হয়ে যায় রানে।