Advertisement

Jasprit Bumrah: 'যাদের জন্য এসেছো...' এয়ারপোর্টে পাপারাৎজিদের দেখেই চটলেন বুমরা, VIDEO

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে অস্ট্রেলিয়া সফরে রওনা দিয়েছে টিম ইন্ডিয়া। পার্থে যাওয়ার পথে, বিমানবন্দরেই রেগে গেলেন জসপ্রীত বুমরা। কেন এমন ঘটনা ঘটল? সাধারণভাবে ফাস্ট বোলার হলেও, খুব বেশি রাগতে দেখা যায় না ভারতের সেরা ফাস্ট বোলারকে। আর সে কারণেই, এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল।

মুম্বাই বিমানবন্দরে গণপিটুনির শিকার হওয়ার পর হতাশ জসপ্রীত বুমরাহ প্যাপদের উপর চড় মারলেনমুম্বাই বিমানবন্দরে গণপিটুনির শিকার হওয়ার পর হতাশ জসপ্রীত বুমরাহ প্যাপদের উপর চড় মারলেন
Aajtak Bangla
  • 16 Oct 2025,
  • अपडेटेड 5:44 PM IST

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে অস্ট্রেলিয়া সফরে রওনা দিয়েছে টিম ইন্ডিয়া। পার্থে যাওয়ার পথে, বিমানবন্দরেই রেগে গেলেন জসপ্রীত বুমরা। কেন এমন ঘটনা ঘটল? সাধারণভাবে ফাস্ট বোলার হলেও, খুব বেশি রাগতে দেখা যায় না ভারতের সেরা ফাস্ট বোলারকে। আর সে কারণেই, এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল।

মেজাজ হারিয়ে পাপারাজ্জিদের তীব্র ভর্ৎসনাও করেন তারকা পেসার। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল্লি ছাড়ার পরেই অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে। বিমানবন্দরে পাপারাজ্জিদের হাজির থাকার ঘটনা নতুন নয়। বিশেষ করে ভারতীয় দলের ক্রিকেটারদের ছবি তুলতে হাজির থাকেন তাঁরা। ভাইরাল ভিডিওটি মুম্বই বিমানবন্দরের। সেখানে দেখা যাচ্ছে, বুমরাহ বিমানবন্দর ছেড়ে বেরিয়ে আসছেন। সেসময়েই তারকা পেসারকে ঘিরে ধরেন ছবিশিকারীরা। সেই দেখেই মেজাজ হারান বুমরাহ। পাপারাজ্জিদের বলেন, 'কেন এখানে এসেছ তোমরা? আমি তো তোমাদের ডাকিনি।'  
 

তবে এখানেই থেমে থাকেননি বুমরা। এরপরেই তাৎপর্যপূর্ণ মন্তব্য করে বসেন তারকা পেসার। তিনি বলেন, 'তোমরা তো আমার জন্য এখানে আসোনি। অন্য কারোওর জন্য এসেছ। যাদের জন্য এসেছ, তারা পিছনে আসছে।” তবে একথা বলে তিনি কাকে ইঙ্গিত করেছেন তা অজানা। উল্লেখ্য, বুমরার এই মন্তব্যকে সত্যি প্রমাণিত করে পাপারাজ্জিরা বলে ওঠেন, “আরে বুমরাহ ভাই, আপনি তো আমাদের দিওয়ালির বোনাস।” অর্থাৎ অন্য কারোওর জন্যই বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন পাপারাজ্জিরা। কিন্তু সেই অন্য কেউ আসলে কে, তা স্পষ্ট নয়।

সকলের নজর রোহিত এবং কোহলির উপর, যারা শেষবার ভারতের হয়ে ফেব্রুয়ারি-মার্চ মাসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিলেন এবং এখন কেবল ৫০ ওভারের ফর্ম্যাটে খেলতে পারবেন। দুই প্রাক্তন অধিনায়ক নেটে প্রায় ৩০ মিনিট ব্যাট করেছেন।

সিরিজটি শুরু হবে ১৯ অক্টোবর। পরবর্তী ম্যাচটি ২৩ অক্টোবর এবং শেষ ওয়ানডে ম্যাচটি ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Advertisement
Read more!
Advertisement
Advertisement