অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট ম্য়াচে দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি জসপ্রীত বুমরা। অনুমান করা হয়েছিল, গুরুতর চোট পেয়েছেন তিনি। সেই আশঙ্কা যেন সত্যি হল। টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুসারে বুমরার পিঠ এখনও ফুলে রয়েছে। খুব ব্যথা। সেজন্য তাঁকে বেড রেস্টের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ফেব্রুয়ারির ১৯ তারিখ থেকে শুরু হতে চলেছে ICC চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই টুর্নামেন্টে ভারতের বোলিং মেশিন খেলতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
আগামী সপ্তাহে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে হাজির হতে হওয়ার কথা বুমরার। তবে সেখানে তিনি কবে আসতে পারবেন তার দিন এখনও স্থির হয়নি বলে প্রতিবেদনে প্রকাশ। বুমরাকে পরামর্শ দেওয়া হয়েছে বাড়িতে থেকে রেস্ট নেওয়ার।
প্রাথমিকভাবে জানা গেছে, বুমরার পিঠ ফুলে রয়েছে। এই অবস্থায় তাঁর পক্ষে খেলা সম্ভব নয়। এর আগেও একাধিকবার পিঠের সমস্য়ায় ভুগতে হয়েছে তাঁকে। তবে পিঠ ফুলে থাকার সঙ্গে অন্য কোনও সমস্য়া আছে কি না সেটা এখনও জানা যায়নি। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, সেটা পরীক্ষার পরই জানা সম্ভব। ফোলার সঙ্গে যদি অন্য কোনও সমস্যা থাকে, তাহলে খুব শিগগিরই বুমরা মাঠে নামতে পারবেন এমন সম্ভাবনা কম।
প্রসঙ্গত বুমরার পিঠে চোটের ইতিহাস রয়েছে। আগেই অস্ত্রোপচার করিয়েছেন তিনি। শোনা যাচ্ছে, সেখানেই চোট পেয়েছেন এই তারকা। তাই তাঁকে মাঠে ফেরাতে তাড়াহুড়ো করতে চায় না বিসিসিআই।