Advertisement

Jemimah Rodrigues: শেষ মুহূর্তে কী বিড়বিড় করছিলেন জেমাইমা? ম্যাচের শেষে খোলসা করলেন

Jemimah Rodrigues: ধৈর্য, আগ্রাসন আর বিশ্বাস, তিনেই যেন মিশে গিয়েছিল তাঁর অপরাজিত ১২৭ রানের ইনিংসে। তিনি বলেছিলেন, “আমি শুধু চাইছিলাম, যেভাবেই হোক দেশটা যেন জেতে।

Aajtak Bangla
  • মুম্বই,
  • 31 Oct 2025,
  • अपडेटेड 2:15 AM IST

Jemimah Rodrigues: নভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামের গ্যালারিতে তখন নীরবতা আর উত্তেজনা একসঙ্গে জড়িয়ে। ভারতীয় ইনিংসের শেষ মুহূর্তে ক্রিজে দাঁড়িয়ে এক তরুণীর চোখে জল। জেমিমা রডরিগেজ। ৩৩৯ রানের ভয়ঙ্কর টার্গেট, অন্য প্রান্তে একের পর এক উইকেট পড়ছে, কিন্তু জেমিমার ব্যাট থেকে বেরিয়ে আসছিল সাহসের সুর।

ধৈর্য, আগ্রাসন আর বিশ্বাস, তিনেই যেন মিশে গিয়েছিল তাঁর অপরাজিত ১২৭ রানের ইনিংসে। তিনি বলেছিলেন, “আমি শুধু চাইছিলাম, যেভাবেই হোক দেশ যেন জেতে। আমার শতরান কোনও ব্যক্তিগত সাফল্য নয়, এটা ভারতের জয়।” ম্যাচ চলাকালীন জেমিমাকে একাধিকবার চুপচাপ প্রার্থনা করতে দেখা যায়। শেষ ওভারে তিনি নাকি মনে মনে বারবার বলছিলেন, "just stay steady, God will fight for you”-অর্থাৎ, “শান্ত থাকো, ঈশ্বর তোমার হয়ে লড়বেন।”

ম্যাচ জেতার পর জেমিমার চোখে আনন্দাশ্রু। প্লেয়ার অব দ্য ম্যাচ ট্রফি হাতে তুলে নিয়ে তিনি বলেন, “এই জয় আমার কোচ, বাবা-মা, সতীর্থ আর সেই ঈশ্বরের জন্য, যিনি আমাকে শক্তি দিয়েছেন।” ২০০৫ ও ২০১৭-র ব্যর্থতার পর অবশেষে ভারতের মেয়েরা পৌঁছে গেল বিশ্বকাপের ফাইনালে> এবার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুন

 

Read more!
Advertisement
Advertisement