
পিরিয়ডের সময় সমস্যার সম্মুখীন হতে হয় মহিলাদের। সেই সময় শারীরিক পরিশ্রম করতে হলে সমস্যা আরও বেড়ে যায়। অসহ্য পেতে যন্ত্রণা সহ নানা সমস্যার সম্মুখীন হতে হয় তাঁদের। এর মধ্যেই যদি ক্রিকেট খেলতে হয় তবে তো আর কথাই নেই। কীভাবে এই সামলান? সেই প্রশ্নের উত্তর দিলেন ভারতীয় দলকে বিশ্বকাপ জেতানো তারকা জেমাইমা রড্রিগেজ।
কী বললেন ভারতীয় মহিলা দলের তারকা?
ভারতীয় মহিলা ক্রিকেটার জেমিমা রদ্রিগেজ ইউটিউবার রণবীর সিংকে একটি সাক্ষাৎকারে ম্যাচ চলাকালীন খেলোয়াড়দের মুখোমুখি হওয়া অনেক সমস্যার কথা বলেছেন। পিরিয়ডের ব্যথা ছাড়াও, পোশাকে দাগ পড়ার ভয় সবসময়ই থাকে। তবে জেমিমা দুঃখ প্রকাশ করে বলেছেন যে এটি এমন একটি চ্যালেঞ্জ যা পুরুষ ক্রিকেটারদের মুখোমুখি হন না।
পিরিয়ডের সময় খেলা বড় চ্যালেঞ্জ
জেমিমা বলেন, অনেক মহিলা ক্রিকেটারের জন্য পিরিয়ড খুবই যন্ত্রণাদায়ক। তার সহকর্মী খেলোয়াড়দের সম্পর্কে বলতে গিয়ে এই তারকা ক্রিকেটার বলেন, মাঝে মাঝে তাদের অবস্থা এমন হয়ে পড়ে যে তাদের হাঁটা চলা করতেও অসুবিধা হয়। মাঠে ব্যথানাশক ওষুধ খেতে হয়। কারণ খেলা থেকে সরে আসার কোনও উপায় থাকে না। এছাড়াও, তাদের মনে সবসময় একটা ভয় থাকে যে খেলার সময় তাদের পোশাকে দাগ লেগে যেতে পারে। এর ফলে তাদের ঘন ঘন বাথরুমে যেতে হয়। জেমিমা বলেন, মহিলা ক্রিকেটারদের এই সমস্যা কেউ বোঝে না।
বিশ্বকাপ জেতার পরেও দারুণ ছন্দে ভারতীয় দল
বিশ্বকাপের পরেও টিম ইন্ডিয়ার দারুণ ফর্ম অব্যহত। তিরুবন্তপুরমে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দল আট উইকেটে জয় পেয়েছে। প্রথম দুই ম্যাচ জেতার পর তৃতীয় টি২০ ম্যাচে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে সাত উইকেটে ১১২ রান করে। সেই রান ৪০ বল বাকি থাকতেই রান তুলে নেয় ভারত।