Advertisement

Surya Kumar Yadab: সূর্যকুমারের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা? বিরাট. হুমকি অভিনেত্রীর

ঘটনার সূত্রপাত হয়েছিল পাপারাজ্জিদের সঙ্গে এক আলাপচারিতায় খুশির করা মন্তব্য থেকে। সেখানেই তিনি দাবি করেন, সূর্যকুমার যাদব নাকি নিয়মিত তাঁকে মেসেজ করতেন। এই বক্তব্য ঘিরে দ্রুত সোশ্যাল মিডিয়ায় শোরগোল শুরু হয়।

Aajtak Bangla
  • মুম্বই,
  • 22 Jan 2026,
  • अपडेटेड 6:06 PM IST

ভারতীয় ক্রিকেটার সূর্যকুমার যাদবকে ঘিরে মানহানির বিতর্কে ফের নতুন করে উত্তাপ ছড়াল। অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার খুশি মুখার্জি প্রকাশ্যে জানালেন, এই মামলায় যদি সূর্যকুমার যাদব হেরে যান, তা হলে তিনি তাঁর বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা করবেন। খুশির এই মন্তব্য সামনে আসতেই ফের চর্চায় উঠে এসেছে গোটা বিতর্ক।

ঘটনার সূত্রপাত হয়েছিল পাপারাজ্জিদের সঙ্গে এক আলাপচারিতায় খুশির করা মন্তব্য থেকে। সেখানেই তিনি দাবি করেন, সূর্যকুমার যাদব নাকি নিয়মিত তাঁকে মেসেজ করতেন। এই বক্তব্য ঘিরে দ্রুত সোশ্যাল মিডিয়ায় শোরগোল শুরু হয়। এর পরেই সূর্যকুমারের এক ফ্যান ও ইনফ্লুয়েন্সার ফয়জান আনসারি খুশির বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন। পাশাপাশি এফআইআর ও শাস্তির দাবিও তোলা হয়।

শুরুতে খুশি নিজের বক্তব্য থেকে কিছুটা সরে এসে জানান, তাঁর কথায় কোনও মানহানির বিষয় ছিল না। তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি আবার কড়া সুরে বলেন, সূর্যকুমার যাদব যদি মানহানির মামলা হারেন, তবে তিনি নিজে তাঁর বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মামলা করবেন। খুশির দাবি, তাঁদের মধ্যে যে কথাবার্তা হয়েছিল তা ছিল সম্পূর্ণ বন্ধুত্বপূর্ণ ও স্বাভাবিক। এতে কোনও অসংলগ্নতা বা অশালীনতার জায়গা নেই।

আরও পড়ুন

খুশি আরও বলেন, বহু পরিচিত মানুষ, এমনকি ক্রীড়াজগতের ব্যক্তিত্বরাও তাঁর সঙ্গে যোগাযোগ রাখেন। তিনি জোর দিয়ে জানান, এখনও পর্যন্ত তিনি কোনও আইনি নোটিM পাননি এবং কারও বিরুদ্ধে মানহানিকর কোনও মন্তব্যও করেননি। তাঁর অভিযোগ, কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে বাড়িয়ে তুলছেন শুধুমাত্র আলোচনায় থাকার জন্য।

এই বিতর্ক ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় খুশি মুখার্জির বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই একে প্রচারের কৌশল বলে কটাক্ষ করেছেন। রিয়্যালিটি শোয়ের গণ্ডির বাইরে তাঁর কেরিয়ার বিশেষ এগোয়নি বলেও নানা মন্তব্য উঠে আসছে। তবে এই মামলার আইনি ভবিষ্যৎ কোন দিকে গড়ায়, তা নিয়ে এখন নজর রয়েছে রাজনৈতিক ও বিনোদন মহলের একাংশের।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement