ঘরের মাঠে লখনউ সুপার জায়েন্টের (LSG) বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। ম্যাচ শুরু হবে বিকেল ৩:৩০টা থেকে। পয়েন্ট তালিকায় এই দুই দল পাশাপাশি অবস্থানে রয়েছে। ফলে লড়াই বেশ হাড্ডাহাড্ডি হবে বলেই আশা করা যায়। দুই দলে কি কোনও বদল আসবে? সেটাই এখন বড় প্রশ্ন।
দুই দলের অবস্থা কেমন?
আইপিএল ২০২৫-এর প্রথম দিকে কিছুটা চাপে থাকলেও গত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে বড় জয় তুলে নিয়ে আবার জয়ের পথে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR)। এখন পর্যন্ত তারা দুইটি ম্যাচ জিতেছে ও দুইটিতে হেরেছে। তৃতীয় জয়ের লক্ষ্যে তারা ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে খেলতে নামবে।
বর্তমানে চারটি দল চার পয়েন্ট নিয়ে লিগ টেবিলে রয়েছে। এই দল গুলোর মধ্যে কেকেআর ও এলএসজিও রয়েছে। চার পয়েন্ট করে নিয়ে তারা পয়েন্ট টেবিলের পাঁচ ও ছয় নম্বরে দাঁড়িয়ে আছে। ফলে এই ম্যাচটি যে কোনও একটি দলকে টপ ফোরে পৌঁছে দিতে পারে।
আবহাওয়া কেমন থাকবে?
কলকাতায় মঙ্গলবার বিকেলে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা খুব বেশি নেই। তাপমাত্রা থাকবে প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা প্রায় ৫০ শতাংশ থাকবে।
পিচ কেমন?
ইডেন গার্ডেন্সের পিচ এই মরসুমে ব্যাটারদের সহায়ক হলেও মাঝের ওভারে স্পিনাররা বড় ভূমিকা নিতে পারে। টসের পরে সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হতে পারে, বিশেষ করে দ্বিতীয় ইনিংসে শিশিরের প্রভাব পড়তে পারে। এই ম্যাচটি ইডেনের চার নম্বর পিচে খেলা হবে।
সম্ভাব্য একাদশ (Predicted XIs):
কলকাতা নাইট রাইডার্স (KKR)- কুইন্টন ডি'কক (উইকেটকিপার), সুনীল নারিন, বেঙ্কটেশ আইয়ার, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), রিঙ্কু সিং, অংকৃষ রাঘুবংশী, মইন আলি, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী
লখনউ সুপার জায়ান্টস (LSG)- মিচেল মার্শ, এইডেন মার্করাম, নিকোলাস পুরান, ঋষভ পন্ত (অধিনায়ক ও উইকেটকিপার), আয়ুষ বাদোনি, ডেভিড মিলার, আব্দুল সামাদ, শার্দুল ঠাকুর, দিগ্বেশ সিং রাঠি, আকাশ দীপ, আবেশ খান