IPL 2025 এর শুরুর দিকে দিল্লি ক্যাপিটালস বনাম লখনউ সুপার জায়ান্টসের (Delhi Capitals vs LSG) প্রথম ম্যাচে ছিলেন না কেএল রাহুল (KL Rahul)। কিন্তু লখনউয়ে ফিরেই পুরনো দলের বিরুদ্ধে ব্যাট হাতে জবাব দিলেন দিল্লির হয়ে খেলা এই ব্যাটার। ম্যাচে দুর্দান্ত অর্ধশতরান করলেও, আলোচনার কেন্দ্রে উঠে আসে এক ভিন্ন মুহূর্ত—ম্যাচের পর প্রাক্তন দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা ও তাঁর ছেলে শাশ্বত গোয়েঙ্কাকে কার্যত এড়িয়ে গেলেন রাহুল। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল।
৪২ বলে অপরাজিত ৫৭ রান করেন রাহুল
দীর্ঘ তিন মরসুম লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ছিলেন কেএল রাহুল। তবে শোনা যায়, দলের মালিকপক্ষের সঙ্গে মনোমালিন্য হয়েছিল তাঁর। সেই টানাপোড়েনের ফলেই এবার IPL নিলামে দিল্লি ক্যাপিটালসে নাম লেখান তিনি। মঙ্গলবার লখনউয়ে সেই পুরনো দলের বিরুদ্ধে খেলতে নেমে ৪২ বলে অপরাজিত ৫৭ রান করেন রাহুল। এই ইনিংস খেলতে গিয়েই তিনি গড়েছেন রেকর্ড—আইপিএল ইতিহাসে সবচেয়ে কম ইনিংসে ৫০০০ রান পূর্ণ করা ব্যাটার হলেন তিনিই (মাত্র ১৩০ ইনিংসে), আগের রেকর্ডধারী ডেভিড ওয়ার্নারের থেকে ৫ ইনিংস কমে।
ম্যাচের পর গোয়েঙ্কাকে দেখে মুখ ফেরালেন রাহুল
দিল্লির জয়ের পর মাঠে এসে রাহুলকে অভিনন্দন জানাতে আসেন এলএসজি মালিক সঞ্জীব গোয়েঙ্কা। হাত মেলালেও, কোনও কথায় পাত্তা দেননি রাহুল। এরপর গোয়েঙ্কার ছেলে শশ্বত রাহুলের সঙ্গে কথা বলতে এগিয়ে এলে তাকেও উপেক্ষা করে চলে যান দিল্লি ক্যাপিটালসের এই ব্যাটার। তাঁদের বারবার থামাতে চাইলেও রাহুল এগিয়ে যান, কোনও কথা না বলে।
পুরনো ক্ষোভের ছায়া
সম্প্রতি স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জীব গোয়েঙ্কা পরোক্ষভাবে কটাক্ষ করেছিলেন রাহুলকে। তিনি বলেছিলেন, 'আমরা এমন খেলোয়াড়দের দলে চাই যারা দলের জন্য খেলবে, নিজেদের ব্যক্তিগত রেকর্ডের জন্য নয়।'এই মন্তব্যের জবাবে, রাহুল জানিয়েছিলেন, তিনি এমন দলে খেলতে চান যেখানে তাঁকে স্বাধীনভাবে খেলতে দেওয়া হবে এবং যেখানে ড্রেসিংরুমের পরিবেশ অনেক হালকা থাকবে। তাঁর কথায়, 'আমি নতুন করে শুরু করতে চেয়েছিলাম। এমন একটা জায়গায় খেলতে চেয়েছিলাম, যেখানে বেশি চাপ থাকবে না, পরিবেশটা অনেকটা সহজ ও ভারসাম্যপূর্ণ হবে।'
দিল্লির দুরন্ত ছন্দ
দিল্লি ক্যাপিটালস এই জয়ে আইপিএল ২০২৫-এ নিজেদের ষষ্ঠ ম্যাচ জিতে নিল। এটা আইপিএলের ইতিহাসে তাদের পঞ্চমবার, যখন প্রথম আট ম্যাচে ছয়টি জিতেছে তারা। এর আগে এমন চারবার প্লে-অফে উঠেছে দিল্লি। মরশুমের শুরুতেই টানা চারটি ম্যাচ জিতেছিল তারা। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হারের পর আবার ঘুরে দাঁড়ায় রাজস্থানের বিরুদ্ধে সুপার ওভারে জয় দিয়ে। এরপর গুজরাট টাইটান্সের কাছে হেরে গেলেও লখনউর বিরুদ্ধে দ্বিতীয়বার জয় তুলে নেয় তারা। এই মুহূর্তে দিল্লি রয়েছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে, গুজরাটের সমান পয়েন্ট থাকলেও নেট রান রেটের ব্যবধানে পিছিয়ে রয়েছে।