Advertisement

Kolkata Knight Riders: KKR নিয়ে বড় খবর, ক্যাপ্টেন হতে পারেন এই তারকা ক্রিকেটার

গতবারের আইপিএল (IPL 2024) চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ক্যাপ্টেন কে হবেন? শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) পঞ্জাব কিংসের (Punjab Kings) ক্যাপ্টেন হয়ে গিয়েছেন। নিলামের আগে তাঁকে ধরে না রাখার সিদ্ধান্ত থেকেই বোঝা গিয়েছিল, নতুন ক্যাপ্টেনের খোঁজ করতে হবে কেকেআর-কে (KKR)।

কেকেআরকেকেআর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Feb 2025,
  • अपडेटेड 7:17 PM IST

গতবারের আইপিএল (IPL 2024) চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ক্যাপ্টেন কে হবেন? শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) পঞ্জাব কিংসের (Punjab Kings) ক্যাপ্টেন হয়ে গিয়েছেন। নিলামের আগে তাঁকে ধরে না রাখার সিদ্ধান্ত থেকেই বোঝা গিয়েছিল, নতুন ক্যাপ্টেনের খোঁজ করতে হবে কেকেআর-কে (KKR)। নিলামের পর অনেকেই মনে করেছিলেন, বরুণ চক্রবর্তীকে (Varun Chakravarthy) ক্যাপ্টেন্সির দায়িত্ব দিতে পারে শাহরুখ খানের (Shah Rukh Khan) দল। তবে শোনা যাচ্ছে, অভিজ্ঞ অজিঙ্কা রাহানেকেই (Ajinkya Rahane) দায়িত্ব দিতে পারে টিম ম্যানেজমেন্ট।

কেন এই গুঞ্জন?
চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই আইপিএল শুরু হবে। প্রায় সমস্ত দলই ক্যাপ্টেনের নাম ঘোষণা করে দিয়েছে। বাকি রয়েছে কেকেআর। রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল খেলতে কলকাতায় এসেছেন রাহানে। গতকালই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কেকেআর জানিয়ে দিয়েছে, 'শ্যুটিং চলছে...'। তবে এবার তা কীসের জন্য তা জানানো না হলেও, কেকেআর সমর্থকরা ধরেই নিয়েছেন, নতুন ক্যাপ্টেনের নাম ঘোষণা করার জন্যই শ্যুটিং চলছে। 

বিসিসিআই-এর নতুন নিয়ম অনুসারে বরুণ চক্রবর্তী ভারতীয় দলে থাকায় কোনও শ্যুট করতে পারবেন না। তা হলে কাকে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে তা নিয়ে জল্পনা চলছিল। আইপিএল নিলামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর নতুন করে দল গড়লেও অধিনায়ক নিয়ে এখনও কোনও খোলাসা করেনি শাহরুখ খানের দল। তবে এখনও পর্যন্ত যা খবর তাতে অজিঙ্কে রাহানে কেকেআরের অধিনায়ক হওয়ার সম্ভাবনা বেশি।

ইডেন গার্ডেন্সে হবে রঞ্জি কোয়ার্টার ফাইনালে রাহানেদের ম্যাচ। ৮ ফেব্রুয়ারি থেকে সেই ম্যাচ হওয়ার কথা। রনজি ট্রফির কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে হরিয়ানা ও মুম্বই দল। মুম্বইয়ের ক্যাপ্টেন রাহানে। আইপিএল-এর আগে বেশ ভাল ছন্দে তিনি। এবার ক্যাপ্টেন হিসেবে রঞ্জি ট্রফি জিততে পারলে তাঁর আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। 

অজিঙ্কা রাহানে

আইপিএলের আগে ইডেনে কেকেআরের সম্ভাব্য অধিনায়কের ম্যাচ দেখতে ভাল দর্শক হতে পারে বলে মনে করা হচ্ছে। রাহানেকে পরখ করে দেখে নিতে পারে কেকেআর কর্তৃপক্ষ।

Advertisement
Read more!
Advertisement
Advertisement