Advertisement

IPL Auction 2024: আরও শক্তিশালী KKR, ওয়েস্ট ইন্ডিজ ক্যাপ্টেন রোভম্যান পাওয়ালকে নিল নাইটরার

আইপিএল নিলামে রোভম্যান পাওয়েলকে নিয়ে নিল কলকাতা। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের বেস প্রাইস ছিল ১.৫ কোটি টাকা। গত মরসুমে রোভম্যান পাওয়েল রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Nov 2024,
  • अपडेटेड 4:45 PM IST

আইপিএল নিলামে রোভম্যান পাওয়েলকে নিয়ে নিল কলকাতা। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের বেস প্রাইস ছিল ১.৫ কোটি টাকা। গত মরসুমে রোভম্যান পাওয়েল রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন।

২০২২ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে পাওয়েলের আইপিএল খেলায় অভিষেক হয়েছিল। দিল্লির হয়ে তিনি টানা দুইটি মরসুম খেলেন। ২০২২ সালের আইপিএলে পাওয়েল ১৪টি ম্যাচে ২৫০ রান করেন। তাঁর স্ট্রাইক রেট ছিল প্রায় ১৫০। ২০২৩ সালের আইপিএলে তিনি মাত্র ৩টি ম্যাচ খেলেন। ৭ রান করেছিলেন।

২০২৪ সিজনের আগে রাজস্থান রয়্যালস তাঁকে তাদের টিমে নিয়ে আসে। সেই মরসুমে তিনি ১০টি ম্যাচ খেলেন ১৫১.৪৭ স্ট্রাইক রেট-সহ ১০৩ রান তোলেন। আইপিএল ছাড়াও পাওয়েল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, দ্য হান্ড্রেড, পাকিস্তান সুপার লিগ, লঙ্কা প্রিমিয়ার লিগ এবং ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টি-তেও খেলেছেন।

আইপিএল-এ অলরাউন্ডারদের গুরুত্ব বরাবরই বেশি। রোভম্যান একধারে দুর্ধর্ষ ব্যাটসম্যান ও মিড গতির বোলার। সেই সঙ্গে অভিজ্ঞতাও কম নয়। এখনও পর্যন্ত ২৫৬টি টিটোয়েন্টি ম্যাচ খেলেছেন। এই ফরম্যাটে সব মিলিয়ে ৪৫৬৩ রান সংগ্রহ করেছেন। একটি সেঞ্চুরি ও ১৭টি হাফ সেঞ্চুরি রয়েছে। এর পাশাপাশি ২৬টি উইকেটও নিয়েছেন। ফলে তাঁকে নিয়ে কেকেআর-এর লাভই হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Read more!
Advertisement
Advertisement