Advertisement

Kolkata Knight Riders: ২৩ কোটির ব্যাটারের চোট, IPL-এর আগে জোড়া ধাক্কা খেল KKR

রঞ্জি ট্রফির (Ranji Trophy) ম্যাচ খেলতে গিয়ে গোড়ালি মচকে গিয়েছে বেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer)। ফলে চিন্তায় কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) সমর্থকরা। যন্ত্রণায় মাঠ ছাড়তে হয়েছে তাঁকে। এ বারের নিলামে বেঙ্কটেশকে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় নিয়েছে কেকেআর। তিনি খেলতে না পারলে বিরাট ধাক্কা খাবে গতবারের আইপিএল (IPL 2025) চ্যাম্পিয়নরা।

বেঙ্কটেশ আইয়ারবেঙ্কটেশ আইয়ার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Jan 2025,
  • अपडेटेड 11:55 AM IST

রঞ্জি ট্রফির (Ranji Trophy) ম্যাচ খেলতে গিয়ে গোড়ালি মচকে গিয়েছে বেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer)। ফলে চিন্তায় কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) সমর্থকরা। যন্ত্রণায় মাঠ ছাড়তে হয়েছে তাঁকে। এ বারের নিলামে বেঙ্কটেশকে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকায় নিয়েছে কেকেআর। তিনি খেলতে না পারলে বিরাট ধাক্কা খাবে গতবারের আইপিএল (IPL 2025) চ্যাম্পিয়নরা।

রঞ্জিতে মধ্যপ্রদেশ বনাম কেরল ম্যাচে ঘটেছে এই ঘটনা। মধ্যপ্রদেশের ৪ উইকেট পড়ার পরে ব্যাট করতে নামেন বেঙ্কটেশ। ইনিংসের তৃতীয় বলেই তাঁর ডান পায়ের গোড়ালি মচকে যায়। মাঠেই পড়ে যান তিনি। দেখে বোঝা যাচ্ছিল, প্রবল যন্ত্রণা হচ্ছে তাঁর। মাঠে ফিজিও গিয়ে তাঁর চোট পরীক্ষা করেন। তার পরে মাঠ ছাড়েন বেঙ্কটেশ।

সাজঘরে বেশ কিছু ক্ষণ চিকিৎসা হয় বেঙ্কটেশের। তার পরে দেখা যায়, সাজঘরে একটি পায়ে প্যাড পরে বসে রয়েছেন তিনি। তাঁর ডান পা একটি চেয়ারের উপর রাখা ছিল। পরে অবশ্য আবার খেলতে নামেন বেঙ্কটেশ। ৮০ বলে ৪২ রান করেন তিনি। কিন্তু হাঁটার সময় বোঝা যাচ্ছিল, পায়ে ব্যথা হচ্ছে তাঁর।

চোট পেয়েছেন বেঙ্কটেশ আইয়ার

২০২৪ সাল ভাল গিয়েছে বেঙ্কটেশের। ঘরোয়া ক্রিকেটে ১৫টি ম্যাচে ৩৭০ রান করেছেন তিনি। ৪৬.২৫ গড় ও ১৫৮.৭৯ স্ট্রাইক রেটে রান করেছেন বেঙ্কটেশ। আগামী মরসুমে আইপিএলে বেঙ্কটেশের উপর ভরসা রেখেছে কেকেআর। অধিনায়ক হিসাবেও তাঁর নামের জল্পনা শুরু হয়েছে। তার মধ্যে চোটের আতঙ্ক বেঙ্কটেশকে ঘিরে।

তবে শুধু বেঙ্কটেশ নয়, এর আগে দক্ষিণ আফ্রিকার তারকা বোলার আনরিখ নোকিয়াও চোটের কবলে পড়েছিলেন। তাঁকেও এবারের নিলামে কিনেছে কলকাতা। চ্যাম্পিয়ন্স ট্রফির পর, তিনি যদি আইপিএল-এও অনিশ্চিত হয়ে পড়েন তবে বড় সমস্যায় পড়তে হতে পারে কলকাতাকে। যদিও, এখনও এক মাসেরও বেশি সময় বাকি রয়েছে আইপিএল শুরু হতে। ফলে, দুই ক্রিকেটারই দ্রুত চোট কাটিয়ে সুস্থ হয়ে ফিরবেন বলে মনে করছেন কলকাতার সমর্থকরা। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement