Advertisement

Eden Gardens Security: ভাবাচ্ছে দিল্লি, ভারত-দঃ আফ্রিকা টেস্টের আগে ইডেনে কী ব্যবস্থা?

দিল্লি বিস্ফোরণের পরই সারা দেশে জারি হয়েছে সতর্কতা। আর সেই তালিকাতে বাদ নেই কলকাতাও। এই শহরেও সোমবার রাত থেকেই একাধিক জায়গায় চলছে নাকা চেকিং। পাশাপাশি রেলস্টেশন এবং বিমানবন্দরেও অধিক নিরাপত্তা চোখে পড়ছে। আর এমন পরিস্থিতিতে ১৪ নভেম্বর ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে কলকাতায়। সেই ম্যাচের জন্য কলকাতা পুলিশের কাছে অতিরিক্ত নিরাপত্তার আবেদন জানিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল বা সিএবি। আর এমন আবেদনে ইতিমধ্যেই পুলিশ সাড়া দিয়েছে বলে জানা গিয়েছে।

ইডেনের সিকিউরিটিইডেনের সিকিউরিটি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Nov 2025,
  • अपडेटेड 1:06 PM IST
  • দিল্লি বিস্ফোরণের পরই সারা দেশে জারি হয়েছে সতর্কতা
  • ১৪ নভেম্বর ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে কলকাতায়
  • সেই ম্যাচের জন্য কলকাতা পুলিশের কাছে অতিরিক্ত নিরাপত্তার আবেদন জানিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল বা সিএবি

দিল্লি বিস্ফোরণের পরই সারা দেশে জারি হয়েছে সতর্কতা। আর সেই তালিকাতে বাদ নেই কলকাতাও। এই শহরেও সোমবার রাত থেকেই একাধিক জায়গায় চলছে নাকা চেকিং। পাশাপাশি রেলস্টেশন এবং বিমানবন্দরেও অধিক নিরাপত্তা চোখে পড়ছে। আর এমন পরিস্থিতিতে ১৪ নভেম্বর ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে কলকাতায়। সেই ম্যাচের জন্য কলকাতা পুলিশের কাছে অতিরিক্ত নিরাপত্তার আবেদন জানিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল বা সিএবি। আর এমন আবেদনে ইতিমধ্যেই পুলিশ সাড়া দিয়েছে বলে জানা গিয়েছে।

নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হবে

সূত্রের খবর, এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই প্ল্যানিং সেরে ফেলেছে কলকাতা পুলিশ। তাদের পক্ষ থেকে ভারত এবং দক্ষিণ আফ্রিকা দুই দলকেই দেওয়া হচ্ছে টাইট সিকিউরিটি। ম্যাচের দিনগুলির পাশাপাশি প্র্যাকটিস শেসনেও দেওয়া হবে নিরাপত্তা।

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নাকা চেকিং

দিল্লি হামলার পর থেকেই খুবই সতর্ক হয়ে গিয়েছে কলকাতা। এমন পরিস্থিতিতে আবার কলকাতায় ম্যাচ রয়েছে ভারত এবং দক্ষিণ আফ্রিকার। আর সেই ম্যাচের সুরক্ষায় কোনও ফাঁক রাখতে চাইছে না কলকাতা পুলিশ। যার জন্য তারা ইতিমধ্যেই ইডেন গার্ডেন স্টেডিয়ামের বাইরে সিকিউরিটি চেক এবং নাকা চেক শুরু করে দিয়েছে। পাশাপাশি দুই টিম যেই হোটেলে রয়েছে, সেখানেও বাড়ানো হয়েছে সিকিউরিটি। এটাই বিপদ থেকে রক্ষা করবে বলে মনে করছেন তারা।


শুধু তাই নয়, ইডেন গার্ডেনের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে মঙ্গলবার সেখানে যাবেন কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা। এরই মাঝে সিএবি-এর শীর্ষ আধিকারিক এবং কলকাতা পুলিশের অফিসাররা একটি বৈঠক করবেন বলে খবর। সেখানে নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।

ভারত এবং দক্ষিণ আফ্রিকা দল ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে কলকাতায়। এই দুই দল ইডেন গার্ডেন্সে সকাল থেকেই প্র্যাকটিস করবে বলেই জানা গিয়েছে। সেই জন্যই কড়াকড়ি চলছে উডেন চত্বরে।

কী হয়েছিল দিল্লিতে?

সোমবার সন্ধেয় দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের বাইরে ভয়াবহ বিস্ফোরণ হয়। এখনও পর্যন্ত সেই বিস্ফোরণে ১২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। পাশাপাশি ২০ জন আহত হয়েছে।

Advertisement

একটি আই২০ গাড়িতে ছিল বিস্ফোরক। সেটি ফেটেই এত মানুষের প্রাণ যায়। শুধু তাই নয়, গোয়েন্দারা মনে করছেন, দিল্লির এই ব্লাস্টের পিছনে ফরিদাবাদ টেরর মডিউলের যোগ রয়েছে। পুলিশ ইতিমধ্যেই ব্লাস্ট হওয়া সেই গাড়িতে পাওয়া দেহাংশের ডিএনএ টেস্ট করছে। তারা দেখছে সেই গাড়িতে থাকা ব্যক্তি ডাঃ উমর মহম্মদ কি না।

Read more!
Advertisement
Advertisement