পুষ্পা ২ (Pushpa 2) নিয়ে দারুণ আলোড়ন পড়ে গিয়েছে ভারত জুড়ে। এই সিনেমার বেশ কিছু দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট ফ্যানদের একাংশ দাবি করছেন, এই সিনেমাতেই রূপোলী পর্দায় ডেবিউ করে ফেলেছেন ক্রুনাল পান্ডিয়া (Krunal Pandya)। তাঁকে নাকি পুষ্পা ২-তে দেখা গিয়েছে ভিলেনের চরিত্রে। সোশ্যাল মিডিয়া উত্তাল ক্রিকেটার নিয়ে করা মিমে।
সত্যিই কি অভিনয় করেছেন ক্রুনাল?
সোশ্যাল মিডিয়ায় একাংশ দাবি করছেন যে সিনেমার প্রধান ভিলেনের চরিত্রে নাকি ক্রুনাল অভিনয় করেছেন। এমনকী, সিনেমার শেষ দৃশ্যে তাঁর অভিনয় নাকি সকলের নজরও কেড়েছে। তবে আসল কথা হল, ক্রুনাল এই সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয় করেননি। এমনকী, কোনও অতিথি চরিত্রেও তাঁকে দেখা যায়নি। তাহলে? যে অভিনেতার সঙ্গে ক্রুনালের তুলনা করা হচ্ছে, তিনি আসলে তেলুগু সিনেমার একজন পরিচিত মুখ। নাম তারক পোন্নাপ্পা। এই সিনেমায় তিনি বাগ্গি রেড্ডির ভূমিকায় অভিনয় করেছেন।
পুষ্পা ২ রিলিজ হওয়ার পর থেকেই একের পর এক নজির গড়ে চলেছে। এই ছবিতে অভিনয় করে আল্লু অর্জুন (Allu Arjun), রশ্মিকা মন্ধনারা (Rashmika Mandhana) প্রশংসা কুড়িয়েছেন। তবে সকলকে ছাপিয়ে গিয়েছেন এই তারক পোন্নাপ্পা (Tarak Ponnappa)। অনেকেই তাঁর সঙ্গে ক্রুনাল পান্ডিয়ার তুলনা করেছেন।
জবাব দিয়েছেন ক্রুনালও
এই সমস্ত মিম ভাইরাল হওয়ার পর, জবাব দিয়েছেন তারকা ক্রিকেটারও। ইনস্টাগ্রাম স্টোরিতে মজা করে লিখেছেন, 'বন্ধুগণ, তারক পোন্নাপ্পাকেও কিছুটা কৃতিত্ব দিন।' এরপর বেশ কয়েকটা হাসির ইমোজিও দিয়েছেন। সঙ্গে আরও যোগ করেছেন, 'ক্রুনাল পান্ডিয়া, আপনার জন্য অনেকটা ভালবাসা রইল।'
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলবেন ক্রুনাল
অন্যদিকে, ক্রুনাল পান্ডিয়া আপাতত নিজের কেরিয়ারের ভিত শক্ত করতে ব্যস্ত। গত আইপিএল টুর্নামেন্টে তিনি লখনউ সুপার জায়ান্টের হয়ে খেলেছিলেন। কিন্তু, এবার তাঁকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলতে দেখা যাবে। সম্প্রতি আইপিএল মেগা অকশনে তিনি ৫.৭৫ কোটি টাকা পেয়েছেন।