Advertisement

LegenZ T10 League 2025: এবার বাংলার দলের নেতৃত্বে ফিঞ্চ, দলে ক্রিস লিনও, কবে ম্যাচ?

বাংলার দলের হয়ে খেলবেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা অ্যারন ফিঞ্চ। ৭ অগাস্ট থেকে জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত LegenZ T10 League 2025। সেখানেই বেঙ্গল টাইগার্স দলের হয়ে খেলবেন প্রাক্তন অজি তারকা। আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং স্থানীয় প্রতিভার মেলবন্ধনে তৈরি হয়েছে এই দলটি। এই নতুন উদ্যোগ নিঃসন্দেহে ক্রিকেটপ্রেমীদের জন্য এক বিশেষ উদ্দীপনার কারণ হয়ে দাঁড়িয়েছে।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Aug 2025,
  • अपडेटेड 7:41 PM IST

বাংলার দলের হয়ে খেলবেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা অ্যারন ফিঞ্চ। ৭ অগাস্ট থেকে জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত LegenZ T10 League 2025। সেখানেই বেঙ্গল টাইগার্স দলের হয়ে খেলবেন প্রাক্তন অজি তারকা। আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং স্থানীয় প্রতিভার মেলবন্ধনে তৈরি হয়েছে এই দলটি। এই নতুন উদ্যোগ নিঃসন্দেহে ক্রিকেটপ্রেমীদের জন্য এক বিশেষ উদ্দীপনার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ফিঞ্চকেই ক্যাপ্টেন করেছে বাংলার এই দল। তাঁর সঙ্গে থাকছেন অস্ট্রেলিয়ার আরও এক বিধ্বংসী ব্যাটার ক্রিস লিন এবং অভিজ্ঞ অলরাউন্ডার ড্যানিয়েল ক্রিস্টিয়ান। এই অস্ট্রেলীয় তারকাদের সঙ্গে যুক্ত হয়েছেন শ্রীলঙ্কার পেসার ইসুরু উড়ানা এবং জিম্বাবোয়ের ক্রিস্টোফার মপোফু। এমন অভিজ্ঞ খেলোয়াড়দের উপস্থিতিতে বেঙ্গল টাইগার্স দলটি টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

এছাড়াও বেঙ্গল টাইগার্সের স্কোয়াডে রয়েছেন ভারতের একঝাঁক প্রতিভারা—মহম্মদ মুজতবা, মহম্মদ নাজ, সোরাভ সোনি এবং মানস দত্ত। এই খেলোয়াড়দের সামর্থ্য ও প্রতিভার ভিত্তিতেই গঠিত হয়েছে একটি শক্তিশালী টিম। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটারদের মিশ্রণে দলটি যেমন ব্যাটিং-বোলিংয়ে ভারসাম্য তৈরি করেছে, তেমনই তরুণদের জন্য তৈরি হয়েছে শেখার এক দুর্দান্ত প্ল্যাটফর্ম।

আরও পড়ুন

এই দল গঠনের পিছনে রয়েছে এক সামাজিক উদ্দেশ্যও। বেঙ্গল টাইগার্সের মুখপাত্র জানিয়েছেন, তাঁদের লক্ষ্য হল পাড়ার গলির ক্রিকেট থেকে স্টেডিয়ামের মূল মঞ্চে প্রতিভাবান ক্রিকেটারদের উঠে আসার পথ প্রশস্ত করা। গলি ক্রিকেট এবং পেশাদার ক্রিকেটের ব্যবধান কমিয়ে আনার এই প্রয়াস ভারতীয় ক্রিকেটে এক নতুন দিগন্তের সূচনা করতে চলেছে।

৭ অগাস্ট বিকাল ৫টায় বেঙ্গল টাইগার্স প্রথম ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার দিল্লির। প্রতিদিন তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে এবং নকআউট রাউন্ড শুরু হবে ১২ অগাস্ট থেকে। ফাইনাল ম্যাচটি হবে ১৩ অগাস্ট সন্ধ্যা ৭টায়, যেখানে বিজয়ী দল জিতবে LegenZ T10 Championship-এর শিরোপা। এবারের লিগে বেঙ্গল টাইগার্স কতটা এগোতে পারে, তা দেখতে মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।

Advertisement
Read more!
Advertisement
Advertisement