
সৌরভের ICC প্রেসিডেন্ট হওয়া উচিত ছিল। মত মমতা বন্দ্যোপাধ্যায়ের। শনিবার বিকেলে বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা দলের সদস্য রিচাকে অভিনন্দন জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রতিভা ও পরিশ্রম যদি যথাযথ সম্মান পায়, তবে বাংলার মেয়েরা আরও বহু কৃতিত্ব অর্জন করতে পারে। তবে তাঁর বক্তব্যের মধ্যেই নজর কাড়ল ICC প্রেসিডেন্ট পদ নিয়ে মন্তব্য।
মমতা বলেন, 'আমি একটা কথা বলতে চাই। রিচাকে আমরা অবশ্যই সমর্থন করব। কিন্তু ওর ওপর কোনও অযথা চাপ দেব না। ওকে নিজের মতো করে এগোতে দিতে হবে। আমাদের যেমন অনেক সমর্থন থাকে, ঠিক তেমনই অনেক শত্রুও থাকে।' এরপরই মুখ্যমন্ত্রী সরাসরি সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ টানেন।
তিনি বলেন, 'আমি একটু অপ্রিয় সত্যি বলে ফেলি। তবু বলি। আজ ICC প্রেসিডেন্ট কার হওয়ার কথা ছিল? সৌরভ গঙ্গোপাধ্যায়। আমার বিশ্বাস, একদিন ও হবেই।' উল্লেখ্য, বর্তমানে ICC-র প্রেসিডেন্ট জয় শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে। এই প্রেক্ষিতে মমতার এই মন্তব্য নিয়ে ফের চর্চায় মেতেছে রাজনৈতিক মহল।
২০১৯ সালে BCCI এর প্রেসিডেন্ট পদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দায়িত্ব নেওয়ার সময় তাঁকে কেন্দ্র করে বিরাট উন্মাদনা তৈরি হয়েছিল। কিন্তু পরবর্তীতে বোর্ডে নেতৃত্বের রদবদল নিয়ে বারবার রাজনৈতিক চাপের অভিযোগ উঠেছে। মমতার বক্তব্যে সেই পুরনো বিতর্কই ফের মাথাচাড়া দিয়ে উঠল।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন বিধানসভা ভোটের আগে সৌরভকে ঘিরে ফের তৃণমূল বিজেপি সংঘাতের নতুন অধ্যায় শুরু হতে পারে। এর প্রেক্ষিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবস্থান কী হতে পারে? তার উত্তর সময়ই দেবে।