
গুয়াহাটিতে টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকার কাছে ৪০৮ রানে হেরে গিয়েছে। শুধু তাই নয়, এর আগে ইডেন টেস্ট হেরে যাওয়ায় হোয়াটওয়াশ হয়েছে ভারতীয় দল। এরপর থেকেই কোচ গৌতম গম্ভীরকে নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। তিনি দায়িত্ব ছেড়ে দেবেন বলেও প্রচার শুরু হয়ে গিয়েছিল। যদিও তিনি নিজেই এই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। যদিও মুখ খুলেছেন মনোজ তিওয়ারি।
'ঘন ঘন পরিবর্তন করা ঠিক নয়'
ভারতের প্রাক্তন ব্যাটার এবং ঘরোয়া ক্রিকেট কিংবদন্তি মনোজ তিওয়ারি মনে করেন টেস্ট দলের জন্য একজন নতুন কোচ আনতে হবে। হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিওয়ারি বলেন, 'সত্যি বলতে, এটা অবশ্যই ঘটবে। সবকিছু স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। যেভাবে বারবার দল পরিবর্তন করা হয়েছিল তা সঠিক কৌশল ছিল না। বর্ডার-গাভাস্কার ট্রফিতে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবং এখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও এই ঘটনা ঘটেছে।'
আগে বড় দলগুলোর জন্য ভারতে টেস্ট সিরিজ জেতা কঠিন ছিল, কিন্তু এখন ভারতীয় দল ঘরের মাঠে হেরে যাচ্ছে। এই খারাপ পারফরম্যান্সের পর, টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর সবচেয়ে বেশি সমালোচনার মুখোমুখি হচ্ছেন। গম্ভীরের আমলে, ভারত শেষ সাতটি ঘরের মাঠের টেস্টের মধ্যে পাঁচটিতে হেরেছে।
টেস্ট দলের জন্য আলাদালাল বলের কোচের দাবি জানিয়ে মনোজ তিওয়ারি বলেন, "এতে কোনও দ্বিমত নেই। ভারতীয় টেস্ট ক্রিকেটকে বাঁচাতে অবিলম্বে এই সিদ্ধান্ত নেওয়া উচিত।" এশিয়া কাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য গৌতম গম্ভীরের কৃতিত্ব নেওয়ার বিষয়েও তিওয়ারি আপত্তি জানান।
তিনি বলেন, "এই দলগুলো আগে থেকেই প্রস্তুত ছিল। রোহিত শর্মা, রাহুল দ্রাবিড় এবং তার আগে বিরাট কোহলি তাদের তৈরি করেছিলেন। গম্ভীর না থাকলেও ভারত এই টুর্নামেন্ট জিতত। একজন সাদা বলের বিশেষজ্ঞ কোচকে প্রধান কোচ হিসেবে ভারতকে নেতৃত্ব দিতে দেখা খুবই দুর্ভাগ্যজনক। যদি আপনার গ্রাউন্ড লেভেলের অভিজ্ঞতা নাথাকে, তাহলে আপনি শীর্ষ স্তরে ভালো ফলাফল আশা করতে পারবেন না। এ টা প্রায় অসম্ভব।"
মনোজ তিওয়ারি ইংল্যান্ডে টেস্ট সিরিজ ড্র করাকেও উল্লেখযোগ্য সাফল্য বলে মনে করেন না। তিওয়ারি বিশ্বাস করেন যে ইংল্যান্ড তাদের নিজস্ব ভুলের কারণে সিরিজ জিততে পারেনি, অন্যথায় তারা ৩-১ ব্যবধানে সিরিজ জিততে পারত। তিনি ব্যাটিং কোচ সিতাংশু কোটাককেও প্রশ্নবিদ্ধ করেছেন, যিনি ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে গৌতম গম্ভীরকে সমর্থন করেছিলেন।
মনোজ তিওয়ারি বলেন, "কোচের কাজ খেলোয়াড়দের রক্ষা করা। ব্যাটসম্যানদের প্রকাশ্যে দোষারোপ করা ভুল। যদি গম্ভীরের সমালোচনা করা হত, তাহলে তার এগিয়ে এসে প্রতিক্রিয়া জানানো উচিত ছিল।"