Advertisement

Manoj Tiwary On Gautam Gambhir: 'আমাকে মা-বোন তুলে গালি দিয়েছে,' গম্ভীরকে নিয়ে বিস্ফোরক মনোজ

ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের বিরুদ্ধে আবার বিস্ফোরক প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা ১২টি টেস্ট এবং ৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। আবারও লাইমলাইটে এসেছেন মনোজ।

গৌতম গম্ভীর ও মনোজ তিওয়ারি গৌতম গম্ভীর ও মনোজ তিওয়ারি
Aajtak Bangla
  • নয়া দিল্লি,
  • 23 Jan 2025,
  • अपडेटेड 6:00 PM IST

ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের বিরুদ্ধে আবার বিস্ফোরক প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা ১২টি টেস্ট এবং ৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। আবারও লাইমলাইটে এসেছেন মনোজ।

লালনটপের সঙ্গে কথা বলার সময়, মনোজ দাবি করেন, একটি ম্যাচ চলাকালীন, গম্ভীর তাঁকে গালিগালাজ করতে শুরু করেছিলেন। মনোজ জানান, সেদিন দু'জনের মধ্যে হাতাহাতিও হতে পারত।

গৌতম গম্ভীরের ব্যাপারটা কী? এই প্রশ্নে মনোজ তিওয়ারি বলেন, 'নতুন ছেলের জন্ম হলে তাকে লাইমলাইট দেওয়া উচিত। খবরের কাগজে কিছু জায়গা দিতে হবে। সেটাই একটা কারণ হতে পারে।' 

'সেদিন হাতাহাতি হতে পারত'
মনোজ তিওয়ারির জনসংযোগ দল গম্ভীরের পিআর দলকে ছাপিয়ে গেল? এ প্রসঙ্গে প্রাক্তন এই ক্রিকেটার বলেন, 'আমার যদি পিআর টিম থাকত, তাহলে আমি আজ ভারতীয় দলের অধিনায়ক হতে পারতাম।' তিনি আরও বলেন, 'অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে আমি সর্বোচ্চ স্কোরার ছিলাম। আমি ১২৯ রান করেছিলাম। তিনি (গম্ভীর) ১০৫ বা ১১০ রান করেছিলেন। আমার সর্বোচ্চ স্কোর ছিল, তবুও একদিন ওই ম্যাচে সে রেগে যায়। কি করছো, নিচে এসো, সবাই চলে গিয়েছে।'

মনোজ বলেন, 'আমি সেই সময় ওয়াশরুমে ছিলাম, তখন সে (গম্ভীর) পেছন থেকে এসে আবার রেগে যেতে শুরু করে। আমি বলি, এসব মনোভাবে কাজ হবে না। ওয়াসিম ভাই (ওয়াসিম আক্রাম) এসে ব্যাপারটা ঠান্ডা করলেন। নয়ত সেদিন হাতাহাতি হয়ে যেতে পারত।'

মাঠেই গালাগালি শুরু করেন গম্ভীর
২৪ অক্টোবর ২০১৫ সালে কী ঘটেছিল? এর জবাবে মনোজ তিওয়ারি বলেন, 'ও রঞ্জি ম্যাচে খেলছিল। আমি আমার গার্ড নিয়ে যাচ্ছিলাম (পিচে সেট করার জন্য), সে স্লিপে ছিল। সেখান থেকেই শুরু হয়েছে। গালাগালি... এমন গালাগালি যে আপনি কথা বলতে পারবেন না। হ্যাঁ, মা বোনকে নিয়ে গালি। তিনি গালিগালাজ করতে থাকেন এবং বলতে থাকেন সন্ধ্যায় দেখা করো। আমি বললাম সন্ধ্যায় কেন? এখনই মারবো।'
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement