Advertisement

Pakistan Team : এশিয়া কাপে ঘোর সমস্যায় পাকিস্তান, ফিট নন ক্যাপ্টেন আগা, ভারতের বিরুদ্ধে খেলবেন না?

এশিয়া কাপে সফর শুরুর আগেই বিপদে পাকিস্তান ক্রিকেট টিম। শোনা যাচ্ছে, দলের অধিনায়ক সলমন আলি আগা পুরোপুরি ফিট নন। ওমানের বিরুদ্ধে তিনি  নাও খেলতে পারেন। সেক্ষেত্রে প্রথম ম্যাচে আগাকে ছাড়া খেলতে নামতে হবে পাক টিমকে।

Salman Ali Agha Salman Ali Agha
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 11 Sep 2025,
  • अपडेटेड 5:33 PM IST
  • এশিয়া কাপে সফর শুরুর আগেই বিপদে পাকিস্তান ক্রিকেট টিম
  • দলের অধিনায়ক সলমন আলি আগা পুরোপুরি ফিট নন

এশিয়া কাপে সফর শুরুর আগেই বিপদে পাকিস্তান ক্রিকেট টিম। শোনা যাচ্ছে, দলের অধিনায়ক সলমন আলি আগা পুরোপুরি ফিট নন। ওমানের বিরুদ্ধে তিনি  নাও খেলতে পারেন। সেক্ষেত্রে প্রথম ম্যাচে আগাকে ছাড়া খেলতে নামতে হবে পাক টিমকে। আবার দ্বিতীয় ম্যাচ তারা খেলবে ইন্ডিয়ার বিরুদ্ধে। যদি তিনি ফিট না হন তাহলে খেলতে নাও পারেন। সেটাও পাকিস্তান টিমের জন্য বড় ধাক্কা। 

জিও নিউজের এক প্রতিবেদন অনুসারে, সলমন আলি আগা দলের সঙ্গেই সংযুক্ত আরব আমিরশাহি এসেছিলেন। কিন্তু ওয়ার্ম আপে তিনি অংশ নেননি। দলের বাকি খেলোয়াড়রা ফুটবল খেলতে নামলেও তাঁকে দেখা যায়নি। সূত্রের দাবি, সলমন এখনও ম্যাচ ফিট নন। সেই কারণে নিজেকে বিশ্রাম দিয়েছেন। 

এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড সলমনের শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি। তাতে জল্পনা আরও বেড়েছে। পিসিবির তরফে জানানো হয়েছে, সলমন সামান্য অসুস্থ। আশা করা যায় তিনি অনুশীলনে অংশ নেবেন ও এশিয়া কাপে দলের ব্যাটন নিজের কাঁধে তুলে নিতে পারবেন। 

১২ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে প্রথম ম্যাচ পাকিস্তানের। সেই ম্যাচে সলমনকে দেখা প্রথম একাদশে দেখা যাবে কি না তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও টিম বা কোচের তরফে এই নিয়ে মুখ খোলেননি কেউ। তবে সলমন যদি না খেলতে পারেন তবে নেতৃত্বভার কাকে দেওয়া হবে তা নিয়ে উদ্বেগ বাড়বে পাক টিমের। কারণ, বাবর আজম ও মহম্মন রিজওয়ানের মতো সিনিয়র খেলোয়াড়দের টি টোয়েন্টি থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁরা টিমের অংশ নন। সেক্ষেত্রে নতুন কোনও মুখের হাতে দলের দায়িত্বভার যেতে পারে। যা  সামলানো মোটেও সহজ হবে না বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 

ICC র Ranking এ ৭ নম্বর টিম হিসেবে এশিয়া কাপে নামছে পাকিস্তান। তবে তা নিয়ে চিন্তিত নন সলমন আলি আগা। টুর্নামেন্ট শুরুর আগে সাংবাদিক বৈঠকে তিনি বলেছিলেন, 'পাকিস্তান ভালো ক্রিকেট খেলছে। দল হিসেবে পরিস্থিতি আরও ভালো হচ্ছে। এই টুর্নামেন্টে খেলতে সবাই মুখিয়ে।' সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, ভারত এশিয়া কাপে এগিয়ে থেকে শুরু করছে। তা নিয়ে পাকিস্তান কী ভাবছে? উত্তরে পাক অধিনায়ক জানিয়েছিলেন, 'টি-টোয়েন্টিতে কোনও দলই ফেভারিট নয়, মাত্র ১-২ ওভার পুরো ম্যাচের গতিপথ বদলে দিতে পারে।' 

Advertisement
Read more!
Advertisement
Advertisement