Advertisement

Metro During KKR Match: কলকাতায় IPL ম্যাচ শেষেও পাওয়া যাবে মেট্রো, কখন-কোথা থেকে ছাড়বে?

কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) আইপিএল (IPL 2024) ম্যাচের জন্য স্পেশাল মেট্রোর ব্যবস্থা করল রেল। ২২ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। ২৩ মার্চ শনিবার ইডেনে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। সেই ম্যাচের জন্যই বিশেষ মেট্রোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে মেট্রো রেল। 

IPL 2024, KKR, KKR vs SRHIPL 2024, KKR, KKR vs SRH
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Mar 2024,
  • अपडेटेड 6:23 PM IST
  • শনিবার ম্যাচ শেষে পাওয়া যাবে মেট্রো
  • অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত

কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) আইপিএল (IPL 2024) ম্যাচের জন্য স্পেশাল মেট্রোর ব্যবস্থা করল রেল। ২২ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল। ২৩ মার্চ শনিবার ইডেনে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। সেই ম্যাচের জন্যই বিশেষ মেট্রোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে মেট্রো রেল। 

পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র বলেন, 'ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর। আইপিএল শুরু হতে যাচ্ছে। ২৩ মার্চ ইডেন উদ্যানে খেলা আছে। ইডেন উদ্যান থেকে খেলা দেখে ফেরার জন্য মেট্রোও আছে। মেট্রো রেল সিদ্ধান্ত নিয়েছে সেদিন তারা দুটি ট্রেন চালাবে। একটি এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বর যাবে। রাত্রি ০০:১৫ মিনিটে এসপ্ল্যানেড থেকে ছাড়বে। সমস্ত প্ল্যাটফর্মে দাঁড়ানোর পর তা দক্ষিণেশ্বর পৌঁছবে ০০:৪৮ মিনিটে। ওই একই সময় অপর একটি ট্রেন এসপ্ল্যানেড থেকে কবি সুভাষের দিকে ছাড়বে।'  আরও জানানো হয়েছে, শুধুমাত্র এসপ্ল্যানেড মেট্রো স্টেশনেরই টিকিট কাউন্টার খোলা রাখা হবে। সেখান থেকে টোকেন বা স্মার্ট কার্ড কিনতে পারবেন সাধারণ যাত্রীরা।  

ক্রিকেট প্রেমীদের উদ্দেশ্যে মেট্রোর বার্তা, 'আপনারা নিশ্চিন্তে খেলা দেখুন, মেট্রো আপনাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা রাখছে।' এখনও অবধি আইপিএল-এর পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হয়নি। শুধু প্রথম পর্বের ম্যাচের সূচি দেওয়া হয়েছে। তবে আশা করা হচ্ছে কিছুদিনের মধ্যেই গোটা সূচি প্রকাশিত হয়ে যাবে। তবে প্রথম পর্বে শুধুমাত্র এই একটি ম্যাচই রয়েছে ইডেনে। পরবর্তী পর্বে এই ম্যাচের সংখ্যা বাড়বে। তখনও এই পরিষেবা মেট্রো রেল দেবে কিনা সে ব্যাপারে এখনই কিছু জানা যায়নি।

তবে সবচেয়ে স্বস্তির খবর কিছুদিন আগে জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। ভোটের দিন ঘোষণা হওয়ার দিনেই তিনি জানিয়ে দিয়েছেন, এবারে গোটা ভারত জুড়ে লোকসভা নির্বাচন থাকলেও আইপিএল গোটাটাই হবে ভারতে। এর আগে ২০১৯ সালে একটা অংশ ভারতে হলেও বাকিটা হয়েছিল বিদেশে। তবে এবার তেমনটা হচ্ছে না।               

Advertisement

Read more!
Advertisement
Advertisement