Advertisement

Mohammed Shami IPL 2026: জাতীয় দলে ফেরার লড়াই, SRH ছেড়ে LSG-তে শামি; কত টাকা পাচ্ছেন?

রাজ্য ক্রিকেট সংস্থায় ব্রাত্য ছিলেন। বাংলায় আসতে হয়েছিল প্রতিষ্ঠা পেতে। এবার আইপিএল-এ সেই উত্তর প্রদেশের দল লখনউ সুপার জায়েন্টসে যোগ দিলেন শামি। ভারতের অন্যতম সেরা পেসার এখন জাতীয় দল থেকে বেশ কিছুটা দূরে। ফিরে আসার লড়াইয়ে আইপিএল বড় ভরসা। তাই এবারের আইপিএল খুব গুরুত্বপূর্ণ তাঁর কাছে। 

Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Nov 2025,
  • अपडेटेड 12:39 PM IST

রাজ্য ক্রিকেট সংস্থায় ব্রাত্য ছিলেন। বাংলায় আসতে হয়েছিল প্রতিষ্ঠা পেতে। এবার আইপিএল-এ সেই উত্তর প্রদেশের দল লখনউ সুপার জায়েন্টসে যোগ দিলেন শামি। ভারতের অন্যতম সেরা পেসার এখন জাতীয় দল থেকে বেশ কিছুটা দূরে। ফিরে আসার লড়াইয়ে আইপিএল বড় ভরসা। তাই এবারের আইপিএল খুব গুরুত্বপূর্ণ তাঁর কাছে। 

গুঞ্জন শোনা যাচ্ছিল শুক্রবার থেকেই। আর সেই জল্পনা সত্যি হল শনিবার। রিটেনড ক্রিকেটারদের তালিকা প্রকাশের আগে এ খবর জানায় লখনউ দল। শুধু তাই নয়, তাঁকে স্বাগত জানান দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাও। 

রঞ্জি ট্রফিতে দারুণ ছন্দে শামি
রঞ্জি ট্রফিতে দারুণ ছন্দে রয়েছেন চোট থেকে ফিরে আসা শামি। ফলে তাঁকে নিয়ে আশায় বাংলার ক্রিকেটপ্রেমীরা। ইতিমধ্যেই রনজি ট্রফির তিনটি ম্যাচ খেলে ১৫টি উইকেট নিয়েছেন। তিনটি ম্যাচ মিলিয়ে ৯৩ ওভার বোলিং করে নিজের ফিটনেসের প্রমাণ চেষ্টা করেছেন। তবে ত্রিপুরার বিরুদ্ধে নিজের শেষ খেলা ম্যাচে কোন উইকেট পাননি। তবে নিজের সেরাটা দিয়ে বোলিং করেছিলেন।

শামি কি ফিট?

বাংলা টিম ম্যানেজমেন্টের দাবি, মহম্মদ শামির ফিটনেস নিয়ে কোন সমস্যা নেই। এই মুহূর্তে ওর দলের সুযোগ পাওয়া উচিত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ডাক না পেয়ে শামি রঞ্জিতে এই খেলবেন। এর আগে আগরকর বলেছিলেন, "এটা রঞ্জির প্রথম রাউন্ড চলছে। আমরা আরও কয়েকটি ম্যাচে দেখতে পারব ও ফিট কিনা। যদি ও নিজের পূর্ণ ক্ষমতা দিয়ে ভালো বোলিং করে, তাহলে শামির মতো খেলোয়াড়কে কে না চাইবে?' 

কেন দলে জায়গা হচ্ছে না শামির?
ফলে পরিস্থিতি যা তাতে একটা ব্যাপার পরিস্কার, ভারতীয় দলের জার্সি ফের গায়ে চাপাতে হলে, লাগাতার ভাল পারফর্ম করে যেতে হবে শামিকে। রঞ্জি তো বটেই এমনকি আইপিএল-এও নিজেকে প্রমাণ করতে হবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামার আগে শামির ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন ভারতীয় দলের ক্যাপ্টেন শুভমন গিল। তিনি বলেন, ' 'শামি ভাই যথেষ্ট ভাল বোলার। ওর মতো বোলার কম আছে। যদিও এখন দলে যারা আছে তারা ভালই খেলছে।' যদিও শামি ম্যানেজমেন্টের পরিকল্পনায় আছেন কিনা সেটা নিয়ে কোনও মন্তব্যই করতে চাননি গিল। সরাসরি নির্বাকদের কোর্টে বল ঠেলে দিয়ে তাঁর মন্তব্য, ' শামি ভাই আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় আছে কি না সেই বিষয় নির্বাচকরা ভাল বলতে পারবেন।'    

Advertisement
Read more!
Advertisement
Advertisement