Advertisement

Mohammed Shami: 'আমি অবসর নিলে...' রিটায়ারমেন্ট জল্পনার মাঝে মুখ খুললেন শামি

অবসরের জল্পনা উড়িয়ে দিলেন মহম্মদ শামি। সদ্য সমাপ্ত ভারত ইংল্যান্ড সিরিজের পর, এশিয়া কাপের দলেও জায়গা পাননি তারকা ফাস্ট বোলার। আর সে কারণেই তাঁর অবসরের জল্পনা বাড়তে শুরু করেছিল। তার উপর ছিল চোট নিয়ে জল্পনা। সেই জল্পনায় জল ঢেলে দিলেন শামি নিজেই।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Aug 2025,
  • अपडेटेड 3:27 PM IST

অবসরের জল্পনা উড়িয়ে দিলেন মহম্মদ শামি। সদ্য সমাপ্ত ভারত ইংল্যান্ড সিরিজের পর, এশিয়া কাপের দলেও জায়গা পাননি তারকা ফাস্ট বোলার। আর সে কারণেই তাঁর অবসরের জল্পনা বাড়তে শুরু করেছিল। তার উপর ছিল চোট নিয়ে জল্পনা। সেই জল্পনায় জল ঢেলে দিলেন শামি নিজেই। 

দলীপ ট্রফিতে খেলবেন শামি

আইপিএল-এ ভাল পারফর্ম করতে না পারলেও, চোট সারিয়ে দলীপ ট্রফিতে ফেরত আসছেন বাংলার ফাস্ট বোলার। সেই টুর্নামেন্টে নামার আগে এক সর্বভারতীয় মিডিয়ায় বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছেন তিনি। কথা বলেছেন অবসর নিয়ে । শামি বলেন, 'ইংল্যান্ডের আগে অস্ট্রেলিয়া সফরে সময়েও ঠিক একই ঘটনা ঘটেছিল। আমার অস্বস্তি হচ্ছিল। আমি এই চিন্তাভাবনায় বিশ্বাসী যে, যদি তুমি সেই স্তরে না থাকো যে স্তরে দল তোমাকে চায়, তাহলে তোমার এক পা পিছিয়ে আসাই উচিত।'

সুযোগ না পাওয়ায় আক্ষেপ

তবে দলে সুযোগ না পেলেও কাউকে দোষারোপ করতে নারাজ শামি। বলেন, 'আমি কাউকে দোষারোপ করিনি বা অভিযোগও করিনি যে, নির্বাচকদের আমার সাথে কথা বলা উচিত বা বলা উচিত নয়। আমি এটা নিয়ে খুব একটা মাথা ঘামাইনি। যদি আমি দলের পরিকল্পনার সঙ্গে মানানসই হই, তাহলে আমাকে দলে নির্বাচন করুন। আমি যদি মানানসই না হই, তাহলে আমাকে নির্বাচন করবেন না। আমার কোন আপত্তি নেই। আপনি আপনার দায়িত্ব পালন করুন এবং দেশের জন্য যা ভালো তাই করুন। আমি বিশ্বাস করি যে, আমি যদি আপনাকে সুযোগ দেন, তাহলে আমি আমার সেরাটা দেওয়ারই চেষ্টা করব। আমি কঠোর পরিশ্রম করছি। যদি আমি দলীপ ট্রফি খেলতে পারি, তাহলে অবশ্যই দেশের হয়ে টি-টোয়েন্টিও খেলতে পারব।'

অবসর নিয়ে চ্যালেঞ্জ

অবসরের প্রসঙ্গেও বিস্ফোরক শামি। তিনি বলেন, 'যদি কারোর সমস্যা হয় তাহলে আমাকে বলুক। ভাবটা এমন যেন, আমি অবসর নিলে তাদের জীবন আরও ভালো হয়ে যাবে। বলুন কার জীবনে আমি এতটা শক্তিশালী হয়ে গেছি যে, সে চায় আমি অবসর নিই! যেদিন আমার একঘেয়ে লাগবে, সেদিনই আমি ছেড়ে চলে যাব। আপনি আমাকে দলে না নিলেও  আমি কঠোর পরিশ্রম করে যাব। আমাকে আন্তর্জাতিক ক্রিকেটে বেছে নেওয়া না হলেও, আমি ঘরোয়া খেলে যাব। আমি কোথাও না কোথাও খেলবই। যখন একঘেয়ে লাগতে শুরু করবে তখনই আমাকে খেলা ছাড়ার এই সিদ্ধান্ত নিতে হবে। এখন আমার সেই সময় নয়।'

Advertisement

Read more!
Advertisement
Advertisement