Advertisement

Mohammed Shami : 'রঞ্জি পারলে ওয়ানডে কেন খেলতে পারব না?' দলে জায়গা না পাওয়া নিয়ে টিম ম্যানেজমেন্টকে আক্রমণ শামির

শোনা গিয়েছিল শামি ফিট নন। তাঁর চোট রয়েছে। সেই কারণে আগের মতো সমান দক্ষতায় বল করতে পারছেন না। তবে তাঁর ফিটনেস নিয়ে যাবতীয় জল্পনা উড়িয়ে দেন তিনি।

Mohammed ShamiMohammed Shami
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Oct 2025,
  • अपडेटेड 2:56 PM IST
  • টিমে জায়গা না পাওয়া নিয়ে ম্যানেজমেন্টকে আক্রমণ শামির
  • তিনি সম্পূর্ণ ফিট, দাবি করলেন

অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে বা টি টুয়েন্টি সিরিজের জন্য দলে রাখা হয়নি ভারতীয় পেসার মহম্মদ শামিকে। সেই বিষয়ে মুখ খুললেন ক্রিকেটার নিজেই। আক্রমণ করলেন টিম ম্যানেজমেন্টকে। 

শোনা গিয়েছিল শামি ফিট নন। তাঁর চোট রয়েছে। সেই কারণে আগের মতো সমান দক্ষতায় বল করতে পারছেন না। তবে তাঁর ফিটনেস নিয়ে যাবতীয় জল্পনা উড়িয়ে দেন তিনি। সাফ জানান, তিনি ফিট। বলেন, তিনি ম্যাচের জন্য প্রস্তুত। জোরের সঙ্গে দাবি করেন, তিনি যদি চারদিনের রঞ্জিট্রফি খেলতে পারেন তাহলে একদিনের ৫০ ওভারের ম্যাচ কেন খেলতে পারবেন না? 

কাল অর্থাৎ ১৫ অক্টোবর থেকে শুরু হবে  রঞ্জি। সেই টুর্নামেন্টে বাংলা দলের হয়ে খেলবেন শামি। সিএবি জানিয়েছে, দলের নেতৃত্ব দেবেন অভিমন্যু ঈশ্বরণ। তবে জাতীয় দলে তিনি থাকার মতো ফিট, সেটাও সাফ জানিয়ে দিয়েছেন শামি। নিজের পক্ষে সওয়াল করে বলেন, 'ভারতীয় দলের কেউ আমার সঙ্গে ফিটনেস নিয়ে কথা বলেনি। আমি নিজে থেকে জানাইনি। জানাবও না। ওরা আমাকে জিজ্ঞাসা করলে বলব। আমি যদি চারদিনের ক্রিকেট খেলতে পারি তাহলে ৫০ ওভারের ক্রিকেট কেন খেলতে পারব না? যদি ফিট না থাকতাম তাহলে এনসিএতে থাকতাম। এখানে রঞ্জি খেলতাম না।' 

যদিও ভারতীয় নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকার জানিয়েছিলেন, শামি সম্পর্কে তাঁর কাছে কোনও আপডেট নেই। বলেছিলেন, 'শামিকে নিয়ে আমার কাছে কোনও আপডেট নেই। উনি দলীপ ট্রফিতে খেলেছেন। কিন্তু গত ২-৩ বছরে বেশি ক্রিকেট খেলেননি। বাংলায় হয়ে দলীপে একটি ম্যাচ খেলেছেন। একজন পারফর্মার হিসেবে শামি অসাধারণ। ওঁর দক্ষতা সম্পর্কে সবাই অবগত। তবে তাঁকে আরও ক্রিকেট খেলতে হবে।'                                                                                 

Advertisement

২০২৫ সালে চ্যাম্পিয়ান্স ট্রফির ফাইনালে শেষবার জাতীয় দলে খেলেছিলেন শামি। তারপর থেকে আর কোনও ফর্ম্যাটে চান্স পাননি। বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে টুর্নামেন্ট শুরু করেছিলেন তিনি। তবে পরের দুই ম্যাচে উইকেট পাননি। সেমিফাইনালে যদিও অজিদের বিরুদ্ধে তিন উইকেট তুলে নিয়েছিলেন। ফাইনালেও খালি হাতে ফিরতে হয়নি তাঁকে।    

Read more!
Advertisement
Advertisement