টিম ইন্ডিয়ার (Team India) তারকা পেস বোলার মহম্মদ শামি (Mohammed Shami) কি অস্ট্রেলিয়া (India vs Australia) সফরে যাবেন? তা নিয়ে জল্পনা চলছিল। এর মধ্যেই বিজয় হাজারে ট্রফির দল ঘোষণা করে দিল বাংলা (Bengal Cricket Team)। আর সেই দলে আছেন তারকা পেসার। চোট পাওয়ায় ২০২৩ বিশ্বকাপের ফাইনালের পর আর ম্যাচ খেলতে পারেননি শামি। কিছুদিন আগেই বাংলা দলের হয়ে প্রত্যাবর্তন করেছেন তিনি। অনেকেই মনে করছেন বিজয় হাজারে ট্রফিতে খেলার অর্থ অস্ট্রেলিয়া সফরে তিনি যাচ্ছেন না।
ফিটনেস টেস্টে ব্যর্থ শামি
সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তিনি বাংলার হয়ে খেলেছিলেন। পরবর্তীকালে, ফিটনেস পরীক্ষায় শামি ব্যর্থ হন। পাঁচ দিনের টেস্ট ম্যাচ খেলার জন্য প্রয়োজনীয় ফিটনেস শামি এখনও ফিরে পাননি বলে রিপোর্টে বলা হয়েছে।
বিজয় হাজারে ট্রফিতে খেলবেন শামি
এখন বিজয় হাজারে ট্রফিতে বাংলার হয়ে খেলতে প্রস্তুত শামি। ডিসেম্বর ২১ থেকে শুরু হতে চলা একদিনের টুর্নামেন্টে শামি খেলবেন। আরেক ভারতীয় পেসার মুকেশ কুমারও দলে রয়েছেন। সুদীপ কুমার ঘরামী দলকে নেতৃত্ব দেবেন। সৈয়দ মুশতাক আলীর আগে রঞ্জি ট্রফিতেও শামি খেলেছিলেন। এরপর জাতীয় নির্বাচক এবং বিসিসিআইয়ের ক্রীড়া বিজ্ঞান বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তিনি টানা নয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন।
শামির জন্য দরজা খোলা রয়েছে বলে রোহিত জানিয়েছেন। তবে এনসিএ ফিটনেস সার্টিফিকেট দিলেই কেবল দলে যোগ দেওয়া হবে বলেও রোহিত স্পষ্ট করে দিয়েছিলেন। তাড়াহুড়ো করে দলে নেওয়া হবে না বলেও রোহিত যোগ করেছেন। এবার দেখার, কবে ফের ভারতীয় দলে দেখা যায় শামিকে।
বাংলা দল: সুদীপ কুমার ঘরামী (অধিনায়ক), মোহাম্মদ শামি, অনুষ্টুপ মজুমদার, অভিষেক পোড়েল (উইকেটরক্ষক), সুদীপ চ্যাটার্জী, করণ লাল, শাকির হাবিব গান্ধী (উইকেটরক্ষক), সুমন্ত গুপ্ত, শুভম চ্যাটার্জী, রণজিত সিং খাইরা, প্রদীপ্ত প্রামাণিক, মৈতি, বিকাশ সিং, মুকেশ কুমার, সাক্ষম চৌধুরী, রোহিত কুমার, এমডি কাইফ, সূরজ সিন্ধু জয়সওয়াল, সায়ন ঘোষ, কানিষ্ক শেঠ।