জামশেদপুরে খেলা দেখতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছিল মোহনবাগান সুপার জায়েন্ট সমর্থকদের। পুলিশের হাতে বেধড়ক মার খেতে হয়েছে পাঁচজন সমর্থককে। তাদের হাসপাতালেও ভর্তি হতে হয়। এ বার আইএসএলে সেমিফাইনালে দ্বিতীয় লেগের আগে সেই আক্রান্ত সমর্থকদের জন্য বিশেষ উদ্যোগ নিল মোহনবাগান সুপার জায়েন্ট।
প্রথম লেগে মোহনবাগানকে ১-২ গোলে হারিয়ে এগিয়ে রয়েছে জামশেদপুর। বদলার ম্যাচে ২-এর বেশি গোলে জিততে হবে। এই ম্যাচে নামার আগে মোহনবাগানকে এগিয়ে রাখছেন সমর্থকরা। সেই কারণেই এই পাঁচ সমর্থককে ভিআইপি টিকিট দিল মোহনবাগান। ম্যাচের একদিন আগে সাংবাদিক বৈঠকে সমর্থকদের কথাই ঘুরে ফিরে এল কোচ হোসে মলিনা ও জেমি ম্যাকলারেনের কথায়।
এ দিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ঋপন মণ্ডল, সোনু সাঁপুই, সৌরভ সরকার, আকাশ রায়, সৌপ্তিক মজুমদার। এই পাঁচজন আক্রান্ত হয়েছিলেন জামশেদপুরে। রিপন মণ্ডলের মাথা ফাটে, সোনু সাঁপুইয়ের হাতে আঘাত লাগে। এই পাঁচজনের হাতে ক্লাবের পক্ষ থেকে ফুল ও একটি করে ভিআইপি টিকিট দেওয়া হয়।
ম্যাকলারেন বলেন, ‘সমর্থকরা আমাদের জন্য জামশেদপুরে মাঠে গিয়েছিলেন সমর্থন করতে। সমর্থকরা নিজেদের খরচে মাঠে যান। আমরা সমর্থকদের পাশে দাঁড়িয়েছি। সমর্থকদের সঙ্গে যেটা হয়েছে সেটা দুঃখজনক ঘটনা। সমর্থকরাই আমাদের শক্তি।’
মোহনবাগান এ বার আইএসএলে একটাও হোম ম্যাচে হারেনি। ১১টা ম্যাচে জয়ের রেকর্ড রয়েছে। সেমি ফাইনালের দ্বিতীয় লেগেও সেটা দেখা যাবে বলে আশাবাদী সমর্থকরা। এই বিষয়টা নিয়ে হোসে মোলিনা বলেন, ‘ঘরের মাঠে আমাদের ভালো খেলার অনুপ্রেরণা হচ্ছেন সমর্থকরা। তাঁদের চিৎকার আমাদের টুয়েলভথ ম্যানের কাজ করবে।’
মোহনবাগান সমর্থকরা আক্রান্ত হওয়ার পর সমর্থকদের একাংশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, ফিরতি লিগে বদলা নেওয়া হবে। সেই ছবিটা যাতে আর না দেখা যায় সেটার জন্য তৎপর আয়োজন মোহনবাগান। জামশেদপুরের সমর্থকদের জন্য আলাদা ব্লক থাকবে, যার ধারে কাছে যেতে পারবেন না মোহনবাগান সমর্থকরা। সঙ্গে বাড়তি পুলিশ মোতায়েন থাকছে।