সেই আইকনিক এম এস ধোনি। চোখের পলক পড়ার আগেই কীভাবে যে উইকেট পড়ে যাবে, ধরতে পারবেন না! শুক্রবার সবাইকে যেন কয়েক বছর আগের এক ভিন্ন জগতে ফিরিয়ে নিয়ে গেলেন মহেন্দ্র সিং ধোনি। সৌজন্যে তাঁর বিদ্যুৎ গতির আন্ডার আর্ম থ্রো। বুঝিয়ে দিলেন, এখনও উইকেটের পিঠনে তিনিই সেরার সেরা।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে IPL-এর উদ্বোধনী ম্যাচ। প্রথম ইনিংসের শেষ বলে অনুজ রাওয়াতকে আন্ডার আর্ম থ্রোতে রানআউট করেন এমএস ধোনি। থ্রো স্টাম্পে আঘাত করার সঙ্গে সঙ্গে উল্লাসে কেঁপে ওঠে গোটা এম এ চিদাম্বরম স্টেডিয়াম। চারদিকে তখন একটাই আওয়াজ, 'ধোনি, ধোনি, ধোনি...'
এমএস ধোনিকে বহুদিন পর এভাবে দেখে ফ্যানদের উৎসাহের অন্ত ছিল না। রান আউট ছাড়াও, ধোনি বেশ কিছু দুর্দান্ত সেভও করেন। প্রাক্তন ক্রিকেটার ইয়ান বিশপ এবং সঞ্জয় মাঞ্জরেকারকে তাই প্রাক্তন ভারতীয় অধিনায়কের ভূয়সী প্রশংসাও করতে শোনা গেল। ধোনির তুলনা যে ধোনি-ই, তা মেনে নিলেন তাঁরাও।
'এটা ওঁর রক্তে বইছে। খুব বিরল ক্ষেত্রেই ভুল করেন। আন্ডার-আর্ম, স্টাম্পের উপর তাঁর চোখ সবসময়ে আটকে থাকে। কারণ তিনি ভীষণ শান্ত থাকেন। আমি নিশ্চিত তাঁকে এর জন্য প্র্যাকটিসও চালিয়ে যেতে হয়নি,' বলেন সঞ্জয় মাঞ্জরেকার।
দেখুন সেই ভিডিও
এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর চেন্নাই সুপার কিংসকে প্রথমে বোলিং করতে পাঠায়। এর পর ১৭৩ রানে প্রথম ইনিংস শেষ হয়। চেন্নাইয়ের বোলাররা খেলার শুরুতেই আরসিবি-র সেরা ৫ ব্যাটারকে ফেরত পাঠিয়ে দেয়। আর তাতেই মোটামুটি RCB-র আশার আলো নিভে যায়। রুতুরাজ গায়কওয়াররা ১২তম ওভারেই ৭৮/৫ স্কোরে পৌঁছে যায়।
CSK বনাম RCB: স্কোরকার্ড
মাত্র ৩০ রানে চার উইকেট তুলে নিয়ে শোয়ের তারকা ছিলেন মুস্তাফিজুর। খেলার মাঝামাঝি ওভারে ম্যাচ ঘোরানোর মরিয়া চেষ্টা করেছিল আরসিবি। দীনেশ কার্তিক ও অনুজ রাওয়াত মিলে ৯৫ রানের জুটি গড়ে দলকে কিছুটা হলেও উদ্ধার করেন। ম্যাচের শেষ তিন ওভারে দ্রুত বল পেটাতে শুরু করেন দীনেশ-অনুজ। তাঁদের দৌলতেই ২০ ওভারে RCB-র মোট স্কোর দাঁড়ায় ১৭৩/৬ ।