পরের মরসুমেও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন মহেন্দ্র সিং ধোনি। তবে ক্যাপ্টেন থাকবেন রুতুরাজ গায়কোয়াড। শনিবার চেন্নাইয়ে এক অনুষ্ঠানে এসে এ কথা ঘোষণা করে দিলেন মাহি। ২০২৫-এর আইপিএল-এ হাত ভেঙে যাওয়ায় রুতুরাজ আইপিএল-এর মাঝপথে ছিটকে গিয়েছিলেন। তাঁর জায়গায় ক্যাপ্টেন করা হয় ধোনিকে।
দলের খেলা নিয়ে চিন্তায় ধোনি
তবে দল গত কয়েকবছর ধরেই পারফর্ম করতে পারছে না। যা নিয়ে বেশ চিন্তিত ধোনি। শোনা যাচ্ছে, রাহুল ত্রিপাঠি, দীপক হুডাকে বাদ দিয়ে দিতে পারে ফ্র্যাঞ্চেইজি। কারণ তাদের পারফর্মেন্স খুশি করতে পারেনি ম্যানেজমেন্টকে। ধোনি নাম না করলেও, ইঙ্গিত দিলেন সেদিকেই। মাহি বলেন, 'আমরা দলের ব্যাটিং অর্ডার নিয়ে সামান্য হলেও চিন্তিত। তবে মনে হয়, আগামী মরসুমে এই সমস্যার সমাধান হয়ে যাবে। ঋতু (গায়কোয়াড়) ফিরে আসছে। ও চোট পেয়েছিল। তবে আগামী মরসুমে ও কামব্যাক করছে। আশা করছি, এবার হয়ত আমরা তুলনামূলক ভাল পারফরম্য়ান্স করতে পারব।'
কবে ফিরতে পারেন রুতুরাজ?
গায়কোয়াড শেষবার ম্যাচ খেলেছিলেন ৮ এপ্রিল মুল্লানপুরে পঞ্জাব কিংসের বিরুদ্ধে। এরপর ইংল্যান্ডে কাউন্টি খেলতে যাওয়ার কথা ছিল মহারাষ্ট্রের এই ক্রিকেটারের। ইংলিশ কাউন্টি দল ইয়র্কশায়ারের হয়ে সই করলেও, ব্যক্তিগত কারণ দেখিয়ে চুক্তি থেকে সরে আসেন। তবে, এই মাসের শেষের দিকে শুরু হতে চলা দলীপ ট্রফির জন্য তাকে পশ্চিম অঞ্চলের দলে রাখা হয়েছে। ফলে এই মাস থেকেই ফের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে ভলেছেন সিএসকে ক্যাপ্টেন।
কীভাবে ফিরতে পারে দলের হাল?
দলের খারাপ ফর্ম নিয়ে চিন্তিত ধোনি তাকিয়ে রয়েছেন ডিসেম্বরের মিনি অকশনের দিকে। তিনি বলেন, '২০২৫ আইপিএল টুর্নামেন্টে আমরা (CSK) যে খারাপ পারফরম্য়ান্স করেছে, তা একেবারে বলতে পারব না। তবে আমাদের পারফরম্য়ান্সে বেশ কয়েকটা ত্রুটি রয়ে গিয়েছে। সেটা মেরামত করার চেষ্টা করব। আগামী ডিসেম্বর মাসে একটা মিনি অকশনের আয়োজন করা হবে। আশা করছি, তখনই নিজেদের ত্রুটি-বিচ্যুতি শুধরে নিতে পারব।'
পাঁচবারের আইপিএল জেতা ধোনি, এই খারাপ সময়ও সমর্থকদের পাশে পেয়ে আপ্লুত। তাই ফ্যানদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান এবং আগামী মরসুমে নিজেদের আরও ভালোভাবে তৈরি হয়ে মাঠে নামার প্রতিশ্রুতি দেন। বলেন, 'আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি ঠিক কী ভুল হয়েছে। খেলাধুলায়, আপনি জানেন যে আপনি খুব ভালো সময় কাটাতে পারেন এবং একই সঙ্গে এমন সময় আসবে যখন আপনি ভালো পারফর্ম করবেন না।'