
মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। বিসিসিআই-এর নির্দেশে এই পদক্ষেপ নিতে হচ্ছে। এবারের নিলামে ৯ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে তাঁকে দলে নিয়েছিল কেকেআর। তবে এখন প্রশ্ন হল, এই টাকা কি ফেরত পাবে কেকেআর? নাকি ফিজকেই সেই টাকা ফেরত দিয়ে দিতে হবে?
আইপিএল-এর নিয়ম কী?
আইপিএল নিলামের নিয়ম অনুসারে, একটা ফ্র্যাঞ্চাইজি যখন কোনও ক্রিকেটারকে দলে নেয়, তখন সেই খেলোয়াড়ের জন্য যে টাকা খরচ করা হয়, সেটা ফ্র্যাঞ্চাইজি আর ফেরত নিতে পারে না। তবে, মুস্তাফিজ়ুরের ব্যাপারটা একেবারেই আলাদা। কারণ বাহ্যিক কূটনীতি এবং দেশের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের এই পেস তারকাকে রিলিজ় করার নির্দেশ দিয়েছে খোদ বিসিসিআই। চোট কিংবা অন্য কোনও কারণে মুস্তাফিজুর নিজে থেকে নাম প্রত্যাহার করেননি। সেক্ষেত্রে, কলকাতা নাইট রাইডার্স কি তাদের টাকা ফেরত পাবে?
আইপিএল টুর্নামেন্টের নির্দেশিকা অনুসারে, যদি কখনও অ-ক্রিকেটীয় কারণে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড নিজে থেকে কোনও ফ্র্যাঞ্চাইজিকে প্লেয়ার রিলিজ করার নির্দেশ দেয়, সেক্ষেত্রে ওই ক্রিকেটারের জন্য খরচ করা সম্পূর্ণ টাকাই ফ্র্যাঞ্চাইজির পকেটে ফেরত চলে আসবে। মুস্তাফিজুরের জন্য কেকেআর ৯.২০ কোটি টাকা খরচ করেছিল। আশা করা হচ্ছে, শীঘ্রই এই টাকা নাইট ব্রিগেডের ব্য়াঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে।
কেন এই সিদ্ধান্ত?
বাংলাদেশে একের পর এক হিন্দু নিধন চলছে। হচ্ছে হামলা। আর এমন পরিস্থিতিতে কেকেআর মুস্তাফিজুরকে দলে নেওয়াও প্রথম থেকেই আক্রমণের কেন্দ্রে ছিলেন শাহরুখ খান। তাঁকে 'গদ্দার' বলতেই পিছপা হননি অনেক বিজেপি নেতা। আর সেই তালিকায় উত্তরপ্রদেশের সঙ্গীত সোম থেকে শুরু করে বাংলার অর্জুন সিং রয়েছেন। তাঁরা সকলেই শাহরুখকে আক্রমণ করতে শুরু করেন। এমনকী অর্জুন সিং শাহরুখের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেও তোপ দাগেন।
কী বললেন দেবজিৎ সাইকিয়া?
সংবাদসংস্থা ANI-কে দেবজিৎ শইকিয়া বললেন, 'সাম্প্রতিককালে যা কিছু হয়েছে, সেটা মাথায় রেখেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড KKR ফ্র্যাঞ্চাইজিকে নির্দেশ দিয়েছে, মুস্তাফিজ়ুর রহমানকে যেন স্কোয়াড থেকে রিলিজ করে দেওয়া হয়। সঙ্গে কেকেআর ম্যানেজমেন্টকে এও বলা হয়েছে, মুস্তাফিজুরের পরিবর্তে যদি অন্য কোনও ক্রিকেটারকে কলকাতা নাইট রাইডার্স চায়, তাহলে সেই ব্যাপারে BCCI তাদের অনুমতি দেবে।'