Advertisement

India vs New Zealand T20 Series: নিউজিল্যান্ড সিরিজের আগে বড় ধাক্কা টিম ইন্ডিয়ার, ছিটকে গেলেন তারকা ব্যাটার

বুধবার রাজকোটে বিজয় হজারে ট্রফির ম্যাচে হায়দরাবাদের হয়ে খেলতে নেমেছিলেন তিলক। মাঝপথে তীব্র ব্যথা অনুভব করেন। পরে পরীক্ষা করে জানা যায়, টেস্টিকুলার টর্শন হয়েছে।

Aajtak Bangla
  • মুম্বই,
  • 09 Jan 2026,
  • अपडेटेड 1:24 AM IST

India vs New Zealand T20 Series: ভারত-নিউজিল্যান্ড টি-২০ সিরিজ শুরুর আগেই চোটের ধাক্কায় দল বদলে গেল ছবিটা। ভারতীয় দলে তরুণ ব্যাটার তিলক বর্মাকে প্রথম তিন ম্যাচ থেকে সরিয়ে দেওয়া হল। বৃহস্পতিবার সকালেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল। শুক্রবারই তিনি ফিরবেন হায়দরাবাদে।

বুধবার রাজকোটে বিজয় হজারে ট্রফির ম্যাচে হায়দরাবাদের হয়ে খেলতে নেমেছিলেন তিলক। মাঝপথে তীব্র ব্যথা অনুভব করেন। পরে পরীক্ষা করে জানা যায়, টেস্টিকুলার টর্শন হয়েছে। ডাক্তাররা তৎক্ষণাৎ অপারেশনের সিদ্ধান্ত নেন। অপারেশন সফল হলেও আপাতত বিশ্রামেই থাকতে হবে তাঁকে।

বিশ্বকাপের দৃষ্টিকোণেও উদ্বেগ
মাত্র ২৩ বছরের বাঁহাতি ব্যাটসম্যান তিলক বর্মা বিশ্বকাপ প্রস্তুতিতে ভারতের অন্যতম ভরসা ছিলেন। তাই তাঁর সিরিজের প্রথম তিন ম্যাচ থেকে ছিটকে যাওয়া ভারতীয় শিবিরে স্বাভাবিক ভাবেই ভাবনার কারণ। শেষ দুই টি-২০ ম্যাচে তিনি ফিরতে পারবেন কি না, তা সম্পূর্ণ নির্ভর করছে তাঁর পুনর্বাসন ও স্কিলে-ট্রেনিংয়ের অগ্রগতির ওপর।

আরও পড়ুন

পাশাপাশি রয়েছে সুখবরও
একই সঙ্গে পাওয়া গেল একটুখানি স্বস্তির খবরও। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্স (COE) শ্রেয়স আইয়ারকে ম্যাচ ফিট ঘোষণা করেছে। তিনি সম্প্রতি বিজয় হজারে ট্রফিতে মুম্বইয়ের হয়ে ৫৩ বলে ৮২ রান করে নিজের রিদম ফিরে পেয়েছেন।

ভারত–নিউজিল্যান্ড পূর্ণ সূচি

১১ জানুয়ারি: ১ম ওয়ানডে, বডোদরা

১৪ জানুয়ারি: ২য় ওয়ানডে, রাজকোট

১৮ জানুয়ারি: ৩য় ওয়ানডে, ইন্দোর

২১ জানুয়ারি: ১ম টি২০, নাগপুর

২৩ জানুয়ারি: ২য় টি২০, রায়পুর

২৫ জানুয়ারি: ৩য় টি২০, গুয়াহাটি

২৮ জানুয়ারি: ৪র্থ টি২০, বিশাখাপত্তনম

৩১ জানুয়ারি: ৫ম টি২০, তিরুবনন্তপুরম

ভারতীয় স্কোয়াড (১৫ জন)
সুর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর পটেল (সহ–অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, রিঙ্কু সিং, হর্ষিত রানা, ঈশান কিশন (উইকেটকিপার)।

 

Read more!
Advertisement
Advertisement