Advertisement

ICC Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চূড়ান্ত বেইজ্জতি, 'গোঁসা' হল পাকিস্তানের, কেন?

ICC Champions Trophy 2025 Pakistan: এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান হলেও, প্রথম থেকেই ভারত জানিয়ে দিয়েছিল, পাকিস্তানে খেলতে যাবেন না রোহিত শর্মারা। সেই মতো আইসিসি ঠিক করেছিল, ভারতের সব ম্যাচ হবে দুবাইয়ে।

রোহিত শর্মার হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দিচ্ছেন আইসিসি প্রেসিডেন্ট জয় শাহরোহিত শর্মার হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দিচ্ছেন আইসিসি প্রেসিডেন্ট জয় শাহ
Aajtak Bangla
  • দুবাই,
  • 10 Mar 2025,
  • अपडेटेड 9:06 AM IST
  • ফাইনাল ম্যাচও হাতছাড়া হয়েছে আয়োজক দেশ পাকিস্তানের
  • ফাইনালে পাকিস্তানের কোনও প্রতিনিধিকে দেখা গেল না
  • রীতিমতো ক্ষুব্ধ শোয়েব আখতার

ICC Champions Trophy 2025: এবারের ICC চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ ছিল পাকিস্তান। অথচ ফাইনালের দিন পুরস্কার মঞ্চে রাখাই হল না পাকিস্তানের কোনও প্রতিনিধিকে। পাকিস্তান যেন নামেই আয়োজক দেশ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্রিকেটে দুনিয়া দেখল ভারতের দাপট। রোহিতদের হাতে ট্রফি তুলে দিলেন ICC প্রেসিডেন্ট জয় শাহ। জায়গাই পেলেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) কোনও কর্তা বা প্রতিনিধি। এই নিয়ে গোঁসা হয়েছে পাকিস্তানের। পিসিবি-র বক্তব্য, যেভাবে খোদ আয়োজক দেশকেই তাচ্ছিল্য করা হল, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।

ফাইনাল ম্যাচও হাতছাড়া হয়েছে আয়োজক দেশ পাকিস্তানের

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান হলেও, প্রথম থেকেই ভারত জানিয়ে দিয়েছিল, পাকিস্তানে খেলতে যাবেন না রোহিত শর্মারা। সেই মতো আইসিসি ঠিক করেছিল, ভারতের সব ম্যাচ হবে দুবাইয়ে। বাকি ম্যাচগুলি হবে পাকিস্তানে। কিন্তু ভারতের দুর্দান্ত পারফর্ম্যান্সের জেরে একটি সেমিফাইনাল পায়নি পাকিস্তান। এমনকী ফাইনালে ভারত ওঠায়, ফাইনাল ম্যাচও হাতছাড়া হয়েছে আয়োজক দেশ পাকিস্তানের। দীর্ঘদিন পর কোনও ICC-র কোনও টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছিল পাকিস্তান। কিন্তু হাইভোল্টেজ ম্যাচগুলি হল দুবাইয়ে। চূড়ান্ত বেইজ্জত হতে হল পাকিস্তানকে।

 ফাইনালে পাকিস্তানের কোনও প্রতিনিধিকে দেখা গেল না

পাকিস্তানকে এভাবে উপেক্ষায় ক্ষুব্ধ প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার। X হ্যান্ডেলে শোয়েব লিখলেন, দুবাইয়ে ফাইনালে পাকিস্তানের কোনও প্রতিনিধিকে দেখা গেল না। কিন্তু পাকিস্তান এই ট্রফির অফিসিয়াল আয়োজক দেশ। খুবই দুঃখজনক।  রবিবার রোহিত শর্মাদের হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেন আইসিসি প্রেসিডেন্ট জয় শাহ। মঞ্চে দেখা যায় বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনিকেও। চ্যাম্পিয়ন্স ট্রফির সেই আইকনিক সাদা ব্লেজার রোহিতকে পরিয়ে দেন রজার বিনি।  

রীতিমতো ক্ষুব্ধ শোয়েব আখতার

রীতিমতো ক্ষুব্ধ শোয়েবের কথায়, 'চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত। কিন্তু পাকিস্তানের কোনও প্রতিনিধি নেই ফাইনাল অনুষ্ঠানে, অথচ পাকিস্তান আয়োজক দেশ। খুবই অপমানজনক লাগছে। নীচু লাগছে নিজেকে খুব।'

Advertisement
Read more!
Advertisement
Advertisement