Advertisement

Suryakumar Yadav: সূর্যকুমারের প্রেস কনফারেন্সে মাত্র ২ সাংবাদিক, VIDEO VIRAL

ভারত বনাম অস্ট্রেলিয়ার হাইভোল্টেজ সিরিজ শুরুর সাংবাদিক সম্মেলনে মাত্র ২ জন সাংবাদিকের উপস্থিতি রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে বিশ্বে। সূর্যকুমার প্রেস কনফারেন্স শুরু করতে ঢুকে রীতিমতো তাজ্জব। বলেন, 'মাত্র দু জন!'

সূর্যকুমার যাদব
Aajtak Bangla
  • বিশাখাপত্তনম,
  • 23 Nov 2023,
  • अपडेटेड 1:20 PM IST
  • অবাক সূর্যকুমার যাদব
  • সাংবাদিকদের অনীহা নিয়ে উঠছে প্রশ্ন
  • টি২০ সিরিজে ভারতীয় দল

বিশ্বকাপ (ICC World Cup 2023) সবে শেষ হয়েছে। তিন দিন পরেই আজ অর্থাত্‍ বৃহস্পতিবার থেকে  শুরু হয়ে যাচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া T20 সিরিজ (T20 Series)। ভারতের T20 দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। ব্যাক টু ব্যাক শিডিউলে ভারতীয় দল কতটা ক্লান্ত তা মালুম না হলেও, বিশ্বের ক্রীড়া সাংবাদিককূল যে ক্লান্ত, তার আভাস মিলল। যার নির্যাস, ভারতের T20 দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের সাংবাদিক সম্মেলনে রইলে মাত্র দু'জন সাংবাদিক। 

অবাক সূর্যকুমার যাদব

ভারত বনাম অস্ট্রেলিয়ার হাইভোল্টেজ সিরিজ শুরুর সাংবাদিক সম্মেলনে মাত্র ২ জন সাংবাদিকের উপস্থিতি রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে বিশ্বে। সূর্যকুমার প্রেস কনফারেন্স শুরু করতে ঢুকে রীতিমতো তাজ্জব। বলেন, 'মাত্র দু জন!'

বুধবার দুপুরে সূর্যকুমার ছাড়াও অস্ট্রেলিয়া দলের অধিনায়ক ম্যাথিউ ওয়েডের সাংবাদিক সম্মেলন করার কথা ছিল। কিন্তু তিনি শেষ মুহূর্তে বাতিল করেন। কারণ, ভীষণ কম সংখ্যক সাংবাদিক ছিলেন।

সাংবাদিকদের অনীহা নিয়ে উঠছে প্রশ্ন

বিশ্বকাপ চলাকালীন প্রতি ম্যাচের আগে সাংবাদিক সম্মেলন করেছে ভারত। প্রতিটি সাংবাদিক সম্মেলনে ১০০ জনের বেশি সাংবাদিক যোগ দিয়েছেন। কোনও কোনও ম্যাচের প্রেস কনফারেন্সে ২০০ জনের বেশি সাংবাদিককে দেখা গিয়েছে। ভিড়ের চাপে অনেক বহু সাংবাদিক ঢুকতেই পারেননি সাংবাদিক সম্মেলনে। সেখানে ভারত-অস্ট্রেলিয়ার মতো সিরিজ নিয়ে বিশ্বের তো দূর, ভারতীয় সাংবাদিকদেরও কভারে অনীহা নিয়ে উঠছে প্রশ্ন। 

টি২০ সিরিজে ভারতীয় দল

ভারত বনাম অস্ট্রেলিয়া টি২০ সিরিজে ভারতীয় দলে রয়েছেন, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), ঈশান কিশন, যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, শিবম দুবে, রবি বিষ্ণোই, আরশদীপ সিংহ, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খান এবং মুকেশ কুমার।

Advertisement

প্রতিযোগিতার প্রথম তিনটি ম্যাচে দলের সহ-অধিনায়ক থাকবেন রুতুরাজ। শেষ দু’টি ম্যাচে সহ-অধিনায়ক হিসাবে দলে যোগ দেবেন শ্রেয়স আয়ার। বিশ্বকাপের দল থেকে সূর্যকুমার বাদে রাখা হয়েছে প্রসিদ্ধ কৃষ্ণ এবং ঈশান কিশনকে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement