Advertisement

ICC World Cup 2023 Pakistan: নিউজিল্যান্ডকে ১৯০ রানে হারাল দ:আফ্রিকা, হাসি চওড়া হল বাবরদের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার জয়ের ফলে কিছুটা হলেও অক্সিজেন পেল পাকিস্তান। বাবর আজমদের বিশ্বকাপের সেমিফাইনালের ভাগ্য এখন সুতোর উপর দাঁড়িয়ে। নিউজিল্যান্ডের হারের পর, সেই আশা কিছুটা হলেও টিকে থাকছে। 

বাবর আজমবাবর আজম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Nov 2023,
  • अपडेटेड 9:20 PM IST

ICC World Cup 2023: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার জয়ের ফলে কিছুটা হলেও অক্সিজেন পেল পাকিস্তান। বাবর আজমদের বিশ্বকাপের সেমিফাইনালের ভাগ্য এখন সুতোর উপর দাঁড়িয়ে। নিউজিল্যান্ডের হারের পর, সেই আশা কিছুটা হলেও টিকে থাকছে। 

কীভাবে সেমিফাইনালে যেতে পারে পাকিস্তান?
প্রথমত বাকি দুই ম্যাচেই জিততে হবে। চেষ্টা করতে হবে বড় ব্যবধানে জেতার। যাতে রান রেট কিছুটা হলেও বাড়ে। তবে তাতেও সমস্যার সমাধান হবে না নিউজিল্যান্ড যদি ম্যাচ জিতে যায়। কিউয়িরা একটা ম্যাচ জিতলে তবুও পাকিস্তান টিকে থাকবে। তবে তারা দু'টি ম্যাচ জিতে গেলে পাকিস্তান বিশ্বকাপের বাইরে চলে যাবে। একটা ম্যাচ জিতলে নেট রানরেটের হিসেবে নিউজিল্যান্ডকে ছুঁতে পারবেন না বাবররা। কারণ, পাকিস্তানের রানরেট এখনও -০.০২৪। ফলে তা বাড়লেও নিউজিল্যান্ডের (+১.২৩২)-এর সমান হবে না। তবে দুই ম্যাচ হারলে তা কিছুটা কমতে পারে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বুধবারের ম্যাচে প্রথমে ব্যাট করে ৩৫৭ রানের পাহাড় গড়ে তোলে দক্ষিণ আফ্রিকা। জবাবে খেলতে নেমে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেনি কিউয়িরা। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিতে গেলে সুবিধে হত পাকিস্তানের। আর সেটাই হয়েছে। পাশাপাশি নিউজিল্যান্ড বড় ব্যবধানে হেরে যাওয়ায় আরও সুবিধা হল পাকিস্তানের। তবে নিউজিল্যান্ডের ম্যাচ বাকি রয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধেও। সেই ম্যাচে হারার সম্ভাবনা বেশ কম। উল্টে সেই ম্যাচ থেকে রান রেট বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকবে টম ল্যাথামদের কাছে।

কাদের বিরুদ্ধে ম্যাচ বাকি পাকিস্তানের?
পাকিস্তান বনাম ইংল্যান্ড
পাকিস্তান বনাম নিউজিল্যান্ড

কাদের বিরুদ্ধে ম্যাচ খেলবে নিউজিল্যান্ড?
নিউজিল্যান্ড বনাম পাকিস্তান
নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা 

মঙ্গলবার ইডেন গার্ডেনসে বাংলাদেশের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতে যাওয়ায় পাকিস্তানের আশা কিছুটা হলেও বেড়েছিল। আর এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিউজিল্যান্ডের জয় বাবর আজমদের আশা আরও বেড়ে গিয়েছে। এবার দেখার, পাকিস্তান দল বাকি দুই ম্যাচ জিতে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করতে পারে কিনা।

Read more!
Advertisement
Advertisement