Advertisement

পাকিস্তানের নতুন নাটক, টি২০ বিশ্বকাপে ভারত-ম্যাচ বয়কটের হুমকি

জিও সুপার-এর রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান এখন ভারত-পাকিস্তান গ্রুপ ম্যাচ বয়কট করার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। এই ম্যাচটি ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর. প্রেমদাসা স্টেডিয়ামে হওয়ার কথা।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 27 Jan 2026,
  • अपडेटेड 1:04 AM IST

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ঘিরে ফের বিতর্কে আন্তর্জাতিক ক্রিকেট। বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নেওয়ার আইসিসির সিদ্ধান্তে তীব্র অসন্তোষ প্রকাশ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। সেই প্রতিবাদের অঙ্গ হিসেবে ভারত-পাকিস্তান গ্রুপ ম্যাচ বয়কটের কথাও ভাবছে তারা বলে খবর।

কেন বাদ পড়ল বাংলাদেশ?
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ খেলতে ভারত সফরে যেতে অস্বীকার করে। তারা তাদের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানায়। আইসিসি সেই দাবি মানেনি। বরং ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয় বাংলাদেশকে। নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও জবাব না পাওয়ায় কড়া সিদ্ধান্ত নেয় আইসিসি। বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিকল্প দল হিসেবে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়।

পাকিস্তানের ক্ষোভ ও হুঁশিয়ারি
বাংলাদেশের এই বাদ পড়া মানতে নারাজ পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রথমে পুরো বিশ্বকাপই বয়কটের হুমকি দিয়েছিল তারা। তবে আইসিসির কড়া পদক্ষেপের আশঙ্কায় শেষ পর্যন্ত পাকিস্তান বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে। কিন্তু তাতেও নাটক থামেনি।

আরও পড়ুন

জিও সুপার-এর রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান এখন ভারত-পাকিস্তান গ্রুপ ম্যাচ বয়কট করার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। এই ম্যাচটি ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর. প্রেমদাসা স্টেডিয়ামে হওয়ার কথা।

ভারত ম্যাচ বয়কট হলে কী হবে?
সূত্রের খবর, পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রতিবাদের একাধিক পথ খতিয়ে দেখছে। তারা গোটা টুর্নামেন্টে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলতে পারে। সে ক্ষেত্রে পাকিস্তানের পয়েন্ট টেবিলে মাত্র দুই পয়েন্ট কমবে, কিন্তু আর্থিক দিক থেকে বড় ক্ষতির মুখে পড়তে পারে আইসিসি।

মহসিন নকভির কড়া মন্তব্য
পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভি জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে পাকিস্তানের ফেডারেল সরকারের সঙ্গে আলোচনা করা হবে। তিনি বলেন, “বাংলাদেশের সঙ্গে অবিচার করা হয়েছে। এটা স্পষ্ট ডাবল স্ট্যান্ডার্ড। আইসিসির বোর্ড মিটিংয়েও আমি এই কথা বলেছি।”

নকভি আরও অভিযোগ করেন, আইসিসির এই সিদ্ধান্তে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)-র প্রভাব রয়েছে। তাঁর কথায়, “বাংলাদেশও পাকিস্তানের মতোই আইসিসির সদস্য। এক দেশ আরেক দেশকে নির্দেশ দিতে পারে না। যদি তা করা হয়, পাকিস্তান নিজের অবস্থান স্পষ্ট করবে।” এই পরিস্থিতিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ আদৌ হবে কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement