
একেই বলে গাঁয়ে মানে না আপনি মোড়ল। পাকিস্তানের দশাও হয়েছে তাই। বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর বিতর্কে এবার অযাচিতভাবে ঢুকে পড়ল পাকিস্তান। তারা জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো যদি শ্রীলঙ্কা আয়োজন করতে না চায় তাহলে তারা আয়োজন করে দেবে।
২০২৬ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়। তবে মুস্তাফিজুর রহমানকে IPL থেকে বাদ দেওয়ার জেরে ক্ষুব্ধ বাংলাদেশ। এরপরই তারা সিদ্ধান্ত নেয় ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না। সেই মর্মে ICC-কে চিঠিও দেয় তারা। ভারত থেকে ম্যাচগুলো সরিয়ে শ্রীলঙ্কায় খেলতে চায় তারা। এরইমধ্যে অযাচিতভাবে টাইগারদের পাশে দাঁড়াল পাকিস্তান।
সূত্রের দাবি, পাকিস্তান তাদের সমস্ত মাঠ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত রেখেছে। সূত্রের আরও দাবি, পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এবং আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৫ এর মতো বড় ইভেন্টগুলি সফলভাবে আয়োজন করেছে, তাই তারা দাবি করেছে যে, এই ছেলেদের বিশ্বকাপও করতে তারা সক্ষম।
সূচি অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের চারটি ম্যাচ রয়েছে ভারতে। তিনটি ম্যাচ হওয়ার কথা কলকাতায়। একটি মুম্বইয়ে। এই ম্যাচগুলি নিয়েই জটিলতা তৈরি হয়েছে মুস্তাফিজুর বিতর্কের জেরে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) ৪ জানুয়ারি জানিয়ে দেয়, তারা ভারতে খেলতে যাবে না। বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল নিজে বলেন, 'বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। ভারতীয় ক্রিকেট কর্তৃপক্ষের নীতি সাম্প্রদায়িক। আমরা তা সমর্থন করতে পারি না।' এরপর, তাদের তরফে আইসিসিকে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলি শ্রীলঙ্কায় স্থানান্তরিত করার অনুরোধ জানানো হয়। তবে আইসিসি এখনও সিদ্ধান্ত নেয়নি, বাংলাদেশের ম্যাচগুলি ভারতে স্থানান্তরিতকরা হবে কি না।