Advertisement

Bangladesh-Pakistan Cricket : বাংলাদেশের জন্য পাকিস্তানের বিশ্বকাপ বয়কট করা উচিত নয়, মুখ খুললেন ইনজামামরা

সলমান আঘারা আদৌ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে কি না সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই নিয়ে ইতিমধ্যেই দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি।

পাকিস্তানের বিশ্বকাপ খেলা উচিত, মত প্রাক্তন ক্রিকেটারদের পাকিস্তানের বিশ্বকাপ খেলা উচিত, মত প্রাক্তন ক্রিকেটারদের
Aajtak Bangla
  • দিল্লি ও ইসলামাবাদ ,
  • 27 Jan 2026,
  • अपडेटेड 10:15 PM IST
  • পাকিস্তানের বিশ্বকাপ খেলা উচিত
  • বললেন ইনজামাম উল হক

ICC-র সঙ্গে পাকিস্তানের কোনওমতেই সম্পর্ক খারাপ করা উচিত নয়। বলছেন প্রাক্তন পাক অধিনায়ক মহম্মদ হাফেজ ও বোর্ড কর্তাদের একাংশ। তাঁদের মতে, বাংলাদেশের পাশে পাকিস্তানের দাঁড়ানো উচিত। কিন্তু সেজন্য কখনও নিজের দলকে টুর্নামেন্ট থেকে সরিয়ে নেওয়া ঠিক হবে না। 

সালমান আঘারা আদৌ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন কি না সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই নিয়ে ইতিমধ্যেই দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। তাঁরা দল পাঠাবেন কি না সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে শুক্র বা সোমবার। 

এই রকম টানাপোড়েনের মধ্যে মুখ খুলেছেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ হাফেজ ও ইনজামাম উল হকের মতো তারকা। তাঁদের পাশাপাশি পিসিবির প্রাক্তন চেয়ারম্যান খালিদ মাহমুদ এবং সচিব আরিফ আলি আব্বাসি বিশ্বকাপ খেলার পক্ষে যুক্তি দিয়েছেন। 

আব্বাসির মতে, পাকিস্তান যদি বিশ্বকাপ না খেলে তাহলে PCB-র সঙ্গে ICC ও অন্য ক্রিকেট খেলিয়ে দেশের সঙ্গে সম্পর্ক খারাপ হবে। তার পরিণাম ভালো হবে না। তিনি বলেন, 'পাকিস্তান যদি বিশ্বকাপে না খেলে তাহলে কি তাদের কোনও লাভ হবে? শ্রীলঙ্কার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। যদি আমরা না যাই তাহলে তাদের সঙ্গে সম্পর্কের অবনতি হবে। এতে শ্রীলঙ্কার ক্রিকেটেরও ক্ষতি হবে।' 

খালিদ মাহমুদের দাবি, PCB যে কাজ করেছে তা প্রশংসার দাবি রাখে। কিন্তু এমন কোনও পদক্ষেপ নেওয়া উচিত নয় যাতে দলের ক্ষতি হয়। ক্রিকেটের ক্ষতি হয়। তাঁর কথায়, 'মনে রাখতে হবে বাংলাদেশের অবস্থানকে পাকিস্তান ছাড়া অন্য কোনও ক্রিকেট বোর্ড সমর্থন করেনি। আমি বাংলাদেশ বোর্ডের দাবি জানি। তবে তাদের অন্য কেউ সমর্থন করছে না, সেটাও মেনে নিতে হবে।' 

ইনজামাম উল হক আবার ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার জন্য বোর্ডকে পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, 'আমি ব্যক্তিগতভাবে পাকিস্তানকে বিশ্বকাপে দেখতে চাই। আমাদের অনেক ভালো খেলোয়াড় আছে। তারা যেন এত বড় ইভেন্টে ভালো করতে পারে, সেটা দেখা প্রয়োজন।' 

Advertisement

একই কথা শোনা গিয়েছে মহম্মদ হাফেজের মুখেও। তিনি এক্স হ্যান্ডেলে প্রকাশ্যে জানিয়েছেন, পাকিস্তানের অবশ্যই খেলা উচিত।

Read more!
Advertisement
Advertisement