Advertisement

Pakistan: হায় রে পাকিস্তান! IPL-এ আনসোল্ড, সেই প্লেয়ারদেরই কিনছে PSL টিম মালিকরা

IPL-এ কোনও দল নেয়নি। এমন প্লেয়ারদের কিনবেন পাকিস্তান সুপার লিগের মালিকরা। ইতিমধ্যেই আইপিএল নিলামে বিক্রি না হওয়া প্লেয়ারদের তালিকা বানিয়ে ফেলেছেন পাকিস্তান সুপার লিগের কর্তারা। 

আইপিএল-এ বিক্রি হয়নি, এমন প্লেয়ারদের নিয়ে টুর্নামেন্ট করবে পাকিস্তান।আইপিএল-এ বিক্রি হয়নি, এমন প্লেয়ারদের নিয়ে টুর্নামেন্ট করবে পাকিস্তান।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Dec 2024,
  • अपडेटेड 11:40 AM IST

IPL-এ কোনও দল নেয়নি। এমন প্লেয়ারদের কিনবেন পাকিস্তান সুপার লিগের মালিকরা। ইতিমধ্যেই আইপিএল নিলামে বিক্রি না হওয়া প্লেয়ারদের তালিকা বানিয়ে ফেলেছেন পাকিস্তান সুপার লিগের কর্তারা। 

আগামী বছর, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে। এই একই সময়ে প্রতি বছর পাকিস্তান সুপার লিগ হয়। কিন্তু আগামী বছর এই সময়টা চ্যাম্পিয়ন্স ট্রফি পড়েছে। ফলে সব প্লেয়ারদের পাওয়া যাবে না। সম্প্রচার নিয়েও জটিলতা হবে।তাই আগামী বছর পিএসএল-এর সময়সূচি পিছিয়ে দেওয়া হয়েছে। 

অর্থাৎ, আগামী বছরের মার্চ থেকে এপ্রিলের মধ্যে পিএসএল হবে। 

আরও পড়ুন

এদিকে ঠিক এই সময়েই ভারতে আইপিএল অনুষ্ঠিত হবে। ফলে দুইটি টুর্নামেন্টই একই সময়ের মধ্যে পড়ে যাচ্ছে। 

স্বাভাবিকভাবেই বেশিরভাগ তাবড় প্লেয়াররা ভারতের খেলাতেই ব্যস্ত থাকবেন। আইপিএল-এর বাজেটও অনেক বেশি। অনেক বেশি পারিশ্রমিক, উপরি পুরস্কার, ফাইভ স্টার আতিথেয়তা ও নিরাপত্তা পান আইপিএল-এর প্লেয়াররা। ফলে স্বাভাবিকভাবেই নামজাদা ক্রিকেটাররা আইপিএল-কেই বেশি অগ্রাধিকার দেন। উপায় না থাকলে তবেই পাকিস্তান সুপার লিগে খেলতে যান। 

এক্ষেত্রেই ব্যাপারটা অনেকটা সেরকমই হচ্ছে। পাকিস্তান সুপার লিগে তাই, আইপিএল-এ কোনও দলে ঠাঁই পাননি, এমন প্লেয়ারদের দিয়েই খেলানো হবে। ইতিমধ্যেই আইপিএল-এ অবিক্রিত প্লেয়ারদের একটি লিস্ট বানিয়েছে পাকিস্তান সুপার লিগ। সেই তালিকা ও আরও কিছু প্লেয়ারদের নাম যো করে অকশনের আয়োজন করবে তারা। 

উল্লেখ্য, পাকিস্তান সুপার লিগের তুলনায় ভারতের আইপিএল-এ টাকা, জনপ্রিয়তা অনেকটাই বেশি। সেই কারণে এর আগে পিএসএল-এর টুর্নামেন্টের মাঝপথে খেলা ছেড়ে দিয়ে ভারতে আইপিএল খেলতে চলে এসেছেন অনেক প্লেয়ার। মাঝ টুর্নামেন্টে প্লেয়ার ছেড়ে চলে যাওয়ায় অথৈ জলে পড়ে পাকিস্তানের বিভিন্ন টিম। সেই কারণেই এবার আর কোনও ঝুঁকি নিতে চাইছেন না পিএসএল-এর কর্তারা। আইপিএল-এর নিলামে কোনও দল কেনেনি এমন প্লেয়ারদেরই কিনবে তারা। 

Read more!
Advertisement
Advertisement