Advertisement

T20 World Cup: পাক PM শেহবাজের সঙ্গে বৈঠক নকভির, বিশ্বকাপে খেলবে পাকিস্তান?

বৈঠক শেষে মহসিন নকভি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনাটি ইতিবাচক হয়েছে। আইসিসি সংক্রান্ত যাবতীয় বিষয় তিনি প্রধানমন্ত্রীকে বিস্তারিতভাবে জানিয়েছেন। শাহবাজ শরিফ নির্দেশ দিয়েছেন, পাকিস্তানের সামনে যেন সব বিকল্প খোলা রাখা হয়, প্রয়োজনে বয়কটের পথও।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 26 Jan 2026,
  • अपडेटेड 8:17 PM IST

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ (ICC Men’s T20 World Cup 2026) পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান মহসিন নকভি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। জানা গিয়েছে, শুক্রবার অথবা আগামী সোমবারের মধ্যে সরকারিভাবে অবস্থান স্পষ্ট করা হতে পারে।

বৈঠক শেষে মহসিন নকভি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনাটি ইতিবাচক হয়েছে। আইসিসি সংক্রান্ত যাবতীয় বিষয় তিনি প্রধানমন্ত্রীকে বিস্তারিতভাবে জানিয়েছেন। শাহবাজ শরিফ নির্দেশ দিয়েছেন, পাকিস্তানের সামনে যেন সব বিকল্প খোলা রাখা হয়, প্রয়োজনে বয়কটের পথও।

নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে নকভি লেখেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আইসিসি-সংক্রান্ত বিষয়গুলি তাঁকে জানানো হয়েছে। শুক্রবার অথবা আগামী সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

আরও পড়ুন

কেন এই টানাপোড়েন?
সম্প্রতি নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ ভারতে গিয়ে খেলতে অস্বীকার করে এবং ম্যাচগুলি শ্রীলঙ্কায় সরানোর দাবি জানায়। আইসিসি সেই দাবি না মেনে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়। নির্ধারিত সময়ের মধ্যে উত্তর না মেলায় বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড ও পাকিস্তান সরকার। তাঁদের অভিযোগ, আইসিসি দ্বিচারিতা করছে।

ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না পাকিস্তান?
সূত্রের খবর, প্রতিবাদের অংশ হিসেবে পাকিস্তান ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর. প্রেমদাসা স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে গ্রুপ ম্যাচে না নামার বিষয়টি বিবেচনা করছে। উল্লেখ্য, ২০২৭ সাল পর্যন্ত ভারত-পাকিস্তান ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের একটি ত্রিপাক্ষিক সমঝোতা রয়েছে।

যদিও রবিবার পাকিস্তান দল ঘোষণা করা হয়েছে, যার অধিনায়ক সালমান আলি আগা। তবু মহসিন নকভি স্পষ্ট করে দিয়েছেন, দল ঘোষণা মানেই টুর্নামেন্টে খেলার চূড়ান্ত সম্মতি নয়। সরকারের সবুজ সংকেত পেলেই শেষ সিদ্ধান্ত হবে।

আইসিসির কড়া সতর্কবার্তা
আইসিসি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, যদি পাকিস্তান বিশ্বকাপ বয়কট করে, তবে কড়া শাস্তির মুখে পড়তে হবে। সম্ভাব্য শাস্তির মধ্যে রয়েছে, পিএসএলে বিদেশি ক্রিকেটারদের এনওসি বন্ধ, আইসিসির আর্থিক অনুদান স্থগিত, পিএসএলের স্বীকৃতি প্রত্যাহার, এশিয়া কাপ থেকে বাদ দেওয়া, দ্বিপাক্ষিক সিরিজে নিষেধাজ্ঞা, প্রসঙ্গত, বিশ্বকাপ শুরু হচ্ছে ৭ ফেব্রুয়ারি। চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার শেষ দিন ৩০ জানুয়ারি।

Advertisement

পাকিস্তানের গ্রুপ সূচি (কলম্বো)
৭ ফেব্রুয়ারি: নেদারল্যান্ডস (এসএসসি)

১০ ফেব্রুয়ারি: আমেরিকা (এসএসসি)

১৫ ফেব্রুয়ারি: ভারত (আর. প্রেমদাসা স্টেডিয়াম)

১৮ ফেব্রুয়ারি: নামিবিয়া (এসএসসি)

 

Read more!
Advertisement
Advertisement