পাকিস্তানের মাটিতে গত ১৯ তারিখ থেকে শুরু হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু নিউজিল্যান্ড ও ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। খারাপ পারফরম্য়ান্সের জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে বাবর আজম, মহম্মদ রিজওয়ানদের। টিমের খেলোয়াড়দের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটেররা। টিমে রদবদলের পক্ষে সওয়াল করেছে ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনূসের মতো কিংবদন্তিরা। সেই সূত্র ধরেই এবার সুনীল গাভাসকার বললেন, বর্তমান পাকিস্তান টিমের যা অবস্থা তাতে তারা ভারতীয় বি দলের কাছেও হেরে যেতে পারে।
সুনীল গাভাসকার বলেন, 'ভারতের বি-টিমকেও এই পাকিস্তান টিমের পক্ষে হারানো খুব মুশকিল হবে। হতে পারে সি টিমকেও হারাতে তারা বেগ পেতে পারে। আমার মনে হয়, বি টিম-কে হারানো কঠিন হবে।'
সেই ১৯৯৬ সালে শেষ বারের মতো আইসিসি ট্রফির আয়োজন করেছিল পাকিস্তান। আয়োজক দেশ হিসেবে পাকিস্তানের প্রতি প্রত্যাশা ছিল অনেকের। তবে নিউজিল্যান্ড ও ভারতের কাছে হারের পর পাকিস্তানের সেমি ফাইনালে ওঠা কঠিন হয়ে পড়ে। নিউজিল্যান্ড-বাংলাদেশ ম্যচের দিকে তাকিয়ে ছিল পাকিস্তানের ফ্যানরা। তবে নিউজিল্যান্ড বাংলাদেশকে হারানোর পর টুর্নামেন্ট থেকে ছিটকে যায় বাবর আজমরা।
পাকিস্তান টিম ব্যাটিং, ফিল্ডিং, বোলিং সব দিক থেকেই পিছিয়ে পড়েছে গত কয়েক বছরে। এমনটাই মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। একই সুর শোনা গেল সুনীল গাভাসকারের গলায়। তিনি বলেন, 'পাকিস্তানের রিজার্ভ বেঞ্চ দেখে আমি অবাক। এই দলটার মধ্যে সহজাত একটা ক্ষমতা ছিল। টেকনিক্যালি পাকিস্তান বরাবর খুব শক্তিশালী দেশ ছিল এমনটা কোনওদিন নয়। তবে তাদের বোলার ও ব্যাটাররা সারাজীবন ধরে শাসন করেছে ক্রিকেট বিশ্বে। অনেক বড় বড় তারকা উপহার দিয়েছে।'
গাভাসকারের আরও সংযোজন, 'ইনজামাম উল হকের মতো ক্রিকেটারকে দেখে পাকিস্তানের ক্রিকেটারদের শেখা উচিত। ইনজামাম যেভাবে খেলত সেভাবে হয়তো কোনও ইয়াং খেলোয়াড়কে আপনি খেলতে বললেন না। কিন্তু ওঁর মধ্যে যে টেম্পারমেন্ট ছিল সেটা মনে রাখার মতো।'