Advertisement

Haris Rauf : ভারতের কাছে হেরেও লজ্জা নেই, এবার যুদ্ধের প্রসঙ্গ তুললেন পাকিস্তানের বোলার রাউফের স্ত্রী

এশিয়া কাপে পর পর দুটো ম্যাচে ভারতের কাছে হেরেছে পাকিস্তান ক্রিকেট টিম। সোমবারের ম্যাচেও ভালো খেলতে পারেননি পাক ক্রিকেটাররা। খেলার থেকে বেশি তাঁরা ভারতীয় ব্যাটারদের উত্ত্যক্ত করার চেষ্টা করেছিলেন।

Haris Rauf Wife Haris Rauf Wife
Aajtak Bangla
  • দিল্লি,
  • 22 Sep 2025,
  • अपडेटेड 10:29 PM IST
  • এশিয়া কাপে পর পর দুটো ম্যাচে ভারতের কাছে হেরেছে পাকিস্তান ক্রিকেট টিম
  • তারপরও বিতর্কিত মন্তব্য করতে ছাড়ছে না পাকিস্তানের খেলোয়াড়রা

এশিয়া কাপে পর পর দুটো ম্যাচে ভারতের কাছে হেরেছে পাকিস্তান ক্রিকেট টিম। সোমবারের ম্যাচেও ভালো খেলতে পারেননি পাক ক্রিকেটাররা। খেলার থেকে বেশি তাঁরা ভারতীয় ব্যাটারদের উত্ত্যক্ত করার চেষ্টা করেছিলেন। তার যোগ্য জবাবও দিয়েছেন শুভমন গিল, অভিষেক শর্মারা। তবে তারপরও থামছেন না তাঁরা। এবার আসরে নামলেন পাক বোলার হারিশ রাউফের স্ত্রী মুজনা মাসুদ মালিক। সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। 

রবিবার ম্যাচ চলাকালীনই বিতর্কে জড়ান হারিশ রাউফ। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় ভারতীয় সমর্থকদের লক্ষ্য করে নানা ইঙ্গিত করতে থাকেন তিনি। ভারতের যুদ্ধবিমান রাফালের ভেঙে পড়ার দাবি করেন। ম্যাচের আগে অনুশীলনের সময়ও তিনি ভারতীয় মিডিয়ার দিকে '৬-০' বলে চিৎকারও করেছিলেন। 

আসলে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান দাবি করেছিল তারা ভারতের ছয়টি বিমান ধ্বংস করেছে। যদিও সেই দাবি উড়িয়ে দেয় ভারতীয় সেনা। তারা জানায়, ভারতের একটি যুদ্ধবিমানও পাকিস্তান ভাঙতে পারেনি। পাকিস্তান তাদের দাবির পক্ষে কোনও প্রমাণও দিতে পারেনি। অথচ সেই মিথ্যে দাবিকেই রবিবারের ম্যাচে হাতিয়ার করেন ফার্স্ট বোলার রাউফ। তা নিয়ে তখন থেকেই বিতর্ক চলতে থাকে। রাউফের মনোভাবের তীব্র সমালোচনা হয়। 

এবার স্বামীর পাশে দাঁড়িয়ে পোস্ট করলেন মুজনা মাসুদ মালিক। ম্যাচ চলাকালীন ভারতীয় সমর্থকদের লক্ষ্য করে রাউফ যে ইঙ্গিত করছিলেন সেই ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে তিনি লেখেন, 'খেলায় হেরেছি, কিন্তু যুদ্ধে জিতেছি।'

এদিকে এই পোস্ট দেখে আরও বেশি সমালোচনার শিকার হয়েছে পাকিস্তানি ক্রিকেট টিম। অনেকেই বলতে শুরু করেছেন, 'এই এশিয়া কাপে টিকে থাকতে হলে পাকিস্তানকে খেলার দিকে বেশি মনোযোগ দিতে হবে। ক্রিকেটাররা এত বেশি কথা কেন বলছেন?'  

Read more!
Advertisement
Advertisement