Advertisement

Ajinkya Rahane on Selectors: 'সিলেক্টরদের ভয় পায় প্লেয়াররা...' BCCI র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রাহানের

টিম ইন্ডিয়ার দল গঠন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে দিলেন ভারতীয় ক্রিকেটার অজিঙ্ক রাহানে। তাঁর মতে, দেশের অভ্যন্তরীণ ক্রিকেটে সিলেক্টর নির্বাচনে গোড়াতেই গলদ রয়েছে। তাই এখানে পরিবর্তন আনা খুবই জরুরি।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 15 Oct 2025,
  • अपडेटेड 12:19 PM IST
  • বর্তমানে সিলেক্টররা প্লেয়ারদের মাথার উপর নাচে
  • রাহানের এই আক্রমণ নিয়ে অনেক বিশেষজ্ঞই বেশ অবাক
  • এর মাধ্যমে তিনি সরাসরি ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই-এর উপর আঘাত হানলেন

টিম ইন্ডিয়ার দল গঠন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে দিলেন ভারতীয় ক্রিকেটার অজিঙ্ক রাহানে। তাঁর মতে, দেশের অভ্যন্তরীণ ক্রিকেটে সিলেক্টর নির্বাচনের গোড়াতেই গলদ রয়েছে। তাই এখানে পরিবর্তন আনা খুবই জরুরি।

তিনি মনে করেন, প্রথম শ্রেণির ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া খেলোয়ারদেরই সিলেক্টর হিসাবে নির্বাচিত করা উচিত। কারণ, তাঁরা জানেন যে আধুনিক ক্রিকেটের জন্য ঠিক কী ধরনের প্লেয়ার তৈরি করতে হবে। সেই মতো তাঁরা দল নির্বাচন করতে পারবেন বলে মনে করেন তিনি।

সিলেক্টরের ভয়ে ঠিক মতো খেলতে পারেন না
রাহানের মতে, বর্তমানে সিলেক্টররা প্লেয়ারদের মাথার উপর নাচে। তাদের ভয়েই ক্রিকেটররা নিজের সেরাটা মাঠে উজার করে দিতে পারেন না বলে অভিযোগ আনেন তিনি। তাই এই জায়গাতে বদল আনা খুবই জরুরি বলে মনে করেন রাহানে।

BCCI-এর বিরুদ্ধে সরাসরি তোপ? 
রাহানের এই আক্রমণ নিয়ে অনেক বিশেষজ্ঞই বেশ অবাক। তাঁদের মতে, এর মাধ্যমে তিনি সরাসরি ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই-এর উপর আঘাত হানলেন। 

এই প্রসঙ্গে রাহানে বলেন, 'প্লেয়াররা কেন সিলেক্টদের ভয় পাবেন, এবং বিশেষত আমি ডোমেস্টিক ক্রিকেট সিলেক্টরদের কথা বলছি।'

প্রসঙ্গত, ভারতের প্রাক্তন ক্রিকেটার চেতেশ্বর পূজারার সঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে কথা বলছিলেন রাহানে। সেখানেই তিনি এই মন্তব্য করেন। 

তাঁর কথায়, 'আমাদের এমন সিলেক্টর চাই যিনি সম্প্রতি টপ লেভেল ক্রিকেট থেকে রিটায়ার করছেন বা যিনি ৫, ৬, ৭, ৮ বছর আগে নিয়েছেন অবসর।'

এখনকার সিলেকশন প্রক্রিয়াকে একহাত নিলেন রাহানে
বর্তমানে, যে কোনও খেলায়াড় যিনি ১০টা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন এবং ৫ বছর রিটায়ার করেছেন, তিনি ডোমেস্টিক লেভেলে সিলেক্টর পদের জন্য অ্যাপ্লাই করতে পারেন।

আর এই প্রক্রিয়া নিয়েই অভিযোগ রাহানের। তাঁর মতে, এটি একটি মান্ধাতার আমলের নীতি। এর ফলে ভারতের ক্রিকেট সমস্যায় পড়তে পারে। তাই যাঁরা সম্প্রতি রিটায়ার করছে, তেমনই কাউকে সিলেক্টর করা উচিত। 

Advertisement

পূজারার কী মত? 
তিনি বলেন, 'বড় বড় রাজ্যে এই নীতি লাগু করা সহজ হবে। তবে এটার মানেই এই নয় যে যাঁদের ভালো রেকর্ড থাকার পরও শুধুমাত্র অনেকদিন আগে রিটায়ার হওয়ার জন্য সিলেক্টর হতে পারবেন না।' অর্থাৎ এই প্রসঙ্গে সামান্য ভিন্নমত রয়েছে পূজারার। এখন দেখার ভারতীয় ক্রিকেট বোর্ড বিষয়টিকে কীভাবে নেয়।

 

Read more!
Advertisement
Advertisement