Advertisement

Prithvi Shaw: মাঠেই ব্যাট নিয়ে মুশিরের দিকে তেড়ে গেলেন পৃথ্বী, হলটা কী?

মুম্বইয়ের হয়ে ৮ বছর ঘরোয়া ক্রিকেট খেলার পর মহারাষ্ট্রে যোগ দিয়েছেন পৃথ্বী। প্রস্তুতি ম্যাচে ২১৯ বলে ১৮১ রানের দুর্দান্ত ইনিংসও খেলেছেন। ২০২৫-২৬ রঞ্জি ট্রফি শুরুর আগে প্রস্তুতি ম্যাচে চোখধাঁধানো শট মেরেছেন পৃথ্বী।

ফের বিতর্কে পৃথ্বী। ফের বিতর্কে পৃথ্বী।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 07 Oct 2025,
  • अपडेटेड 9:55 PM IST
  • আবারও মেজাজ হারালেন পৃথ্বী।
  • মাঠেই জড়ালেন বিতর্কে।

একটা সময় তাঁকে ভাবা হত, সচিনের যোগ্য উত্তরসূরি। অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের পর তিনিই আগামীর ভারত অধিনায়ক হিসেবে প্রবল দাবিদার হয়ে উঠেছিলেন। কিন্তু কোনও প্রত্যাশাই মেলেনি। জাতীয় দল তো দূর, আইপিএলেও তিনি ব্রাত্য। বারবার জড়িয়েছেন বিতর্কে। তাঁর সতীর্থ শুভমন গিল এখন ভারতের টেস্ট ও ওয়ান ডে দলের কাপ্তান। আর তিনি....অন্ধকারের অতলে। কথা হচ্ছে পৃথ্বী শকে নিয়ে। আরও একবার বিতর্কে। মেজাজের উপর হারালেন নিয়ন্ত্রণ। তাও আবার অনুশীলন ম্যাচে।            

ঘটনাটা কী? মঙ্গলবার পুনেতে ২০২৫-২৬ রঞ্জি ট্রফির আগে মুম্বই এবং মহারাষ্ট্রের মধ্যে প্রস্তুতি ম্যাচ শুরু হয়েছে। আউট হওয়ার পর পৃথ্বী শ রেগে ব্যাট হাতে তেড়ে গেলেন প্রাক্তন সতীর্থ মুশির খানের দিকে। ভিডিওটি ভাইরাল নেট মাধ্যমে।

কেন মেজাজ হারালেন পৃথ্বী? মুম্বইয়ের হয়ে ৮ বছর ঘরোয়া ক্রিকেট খেলার পর মহারাষ্ট্রে যোগ দিয়েছেন পৃথ্বী। প্রস্তুতি ম্যাচে ২১৯ বলে ১৮১ রানের দুর্দান্ত ইনিংসও খেলেছেন। ২০২৫-২৬ রঞ্জি ট্রফি শুরুর আগে প্রস্তুতি ম্যাচে চোখধাঁধানো শট মেরেছেন পৃথ্বী। ২৫ বছর বয়সী ব্যাটার ১৪০ বলে সেঞ্চুরি করেন। ১৮১ রানের  করার পর মুশির খানের হাতে ফাইন লেগে তালুবন্দি হন।

প্যাভিলিয়নে ফিরছিলেন পৃথ্বী। মুশির খানের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে যখন রাগে মুশির খানের দিকে ব্যাট ছুঁড়ে মারেন। আম্পায়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সরফরাজ খানের ছোট ভাই মুশির।

২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে জয় এনে দেন পৃথ্বী। ওই বছরে তাঁর টেস্ট অভিষেক হয়। একসময় তাঁকে সচিনের উত্তরসূরী বলা হত। তবে ধীরে ধীরে পৃথ্বী উপর থেকে আলো সরতে থাকে। ফর্ম, ফিটনেস এবং শৃঙ্খলা সংক্রান্ত সমস্যায় জর্জরিত হন। ২০২৫ সালের আইপিএল নিলামে তাঁকে কেনা হয়নি।

Advertisement
Read more!
Advertisement
Advertisement