Advertisement

India New Coach: রাহুল দ্রাবিড়ের বিদায়? টিম ইন্ডিয়ার নতুন কোচ হতে পারেন এই কিংবদন্তি

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এ, অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনাল ম্যাচে ছয় উইকেটে হারে ভারতীয় দল। এই হারের জেরে তৃতীয়বারের মতো ক্রিকেট বিশ্বকাপ জেতার স্বপ্ন ভেস্তে যায় টিম ইন্ডিয়ার। বিশ্বকাপ শেষ হতেই টিম ইন্ডিয়ার প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের চুক্তি শেষ হয়ে যাচ্ছে। আর এরপরেও রাহুল দ্রাবিড়ের মেয়াদ বহাল থাকে কি না, সেদিকেই নজর ক্রিকেট ভক্তদের। একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এবার টিম ইন্ডিয়াকে বিদায় জানাতে পারেন রাহুল দ্রাবিড়।

Rahul DravidRahul Dravid
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Nov 2023,
  • अपडेटेड 11:40 AM IST
  • আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এ, অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনাল ম্যাচে ছয় উইকেটে হারে ভারতীয় দল।
  • এই হারের জেরে তৃতীয়বারের মতো ক্রিকেট বিশ্বকাপ জেতার স্বপ্ন ভেস্তে যায় টিম ইন্ডিয়ার। বিশ্বকাপ শেষ হতেই টিম ইন্ডিয়ার প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের চুক্তি শেষ হয়ে যাচ্ছে।
  • আর এরপরেও রাহুল দ্রাবিড়ের মেয়াদ বহাল থাকে কি না, সেদিকেই নজর ক্রিকেট ভক্তদের। একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এবার টিম ইন্ডিয়াকে বিদায় জানাতে পারেন রাহুল দ্রাবিড়।

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এ, অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনাল ম্যাচে ছয় উইকেটে হারে ভারতীয় দল। এই হারের জেরে তৃতীয়বারের মতো ক্রিকেট বিশ্বকাপ জেতার স্বপ্ন ভেস্তে যায় টিম ইন্ডিয়ার। বিশ্বকাপ শেষ হতেই টিম ইন্ডিয়ার প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের চুক্তি শেষ হয়ে যাচ্ছে। আর এরপরেও রাহুল দ্রাবিড়ের মেয়াদ বহাল থাকে কি না, সেদিকেই নজর ক্রিকেট ভক্তদের। একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এবার টিম ইন্ডিয়াকে বিদায় জানাতে পারেন রাহুল দ্রাবিড়।

টিম ইন্ডিয়ার প্রধান কোচ হতে পারেন এই কিংবদন্তি...
অন্যদিকে, BCCI ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে NCA প্রধান ভিভিএস লক্ষ্মণকে এই দায়িত্ব হস্তান্তর করার কথাও বিবেচনা করছে। প্রধান কোচের ইস্যুতে বিসিসিআইয়ের শীর্ষ আধিকারিকদের সঙ্গে রাহুল দ্রাবিড়ের গভীর আলোচনা হয়। রাহুল দ্রাবিড় বিরতি নিলে, সেক্ষেত্রে ভিভিএস লক্ষ্মণকে প্রধান কোচের ভূমিকায় দেখা যাওয়ার সম্ভাবনা রয়ে। ৪৯ বছর বয়সী ভিভিএস লক্ষ্মণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজেও প্রধান কোচের দায়িত্ব পালন করছেন।

ভিভিএস লক্ষণ

বিসিসিআইয়ের এক আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, 'রাহুল এবং বিসিসিআই বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। আমরা তাঁদের সিদ্ধান্তকে সম্মান করব। সবাই মনে করছে যে টি-টোয়েন্টি বিশ্বকাপ সাত- আট মাসের মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে, তাই নতুন কোচ আসতে এবং একটি টিম গঠন করতে ও পুরো বিষয়টার সিদ্ধান্ত নিতে কিছুটা সময় লাগবে। রাহুল দ্রাবিড় এই বিষয়ে সম্পূর্ণ ওয়াকিবহাল।'

আইসিসি ট্রফি জিততে না পারলেও গত দুই বছরে অধিনায়ক রোহিতের সঙ্গে দ্রাবিড় যেভাবে কাজ করেছেন তাতে বোর্ড খুবই খুশি। উক্ত আধিকারিক বলেন, 'প্রধান কোচের জন্য বিকল্প খোলাই আছে। তিনি (লক্ষ্মণ) দল, খেলোয়াড় ও প্রশিক্ষণের পদ্ধতির সঙ্গে পরিচিত। জাতীয় দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও আছে তাঁর ঝুলিতে।'

রাহুল দ্রাবিড় আইপিএল ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টস-এর সঙ্গেও বর্তমানে আলোচনা করছেন বলে জানা গিয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে, আইপিএল ২০২৪-এর আগে দ্রাবিড় LSG-র মেন্টর হতে পারেন। অন্যদিকে, ২০০৮ সালের আইপিএল চ্যাম্পিয়ন রাজস্থান রয়‍্যালস (RR)-ও তাদের টিমে রাহুল দ্রাবিড়কে মেন্টর হিসাবে অন্তর্ভুক্ত করতে চায়। রাহুল দ্রাবিড় এর আগে আইপিএলে রাজস্থান রয়্যালসে খেলোয়াড় এবং কোচ, উভয় ভূমিকাতে নিজেকে প্রমাণ করেছেন। দীর্ঘ সময় ধরেই 'দ্রোণাচার্যে'র কাজ করছেন তিনি।

Advertisement

২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে টিম ইন্ডিয়ার প্রধান কোচ হয়েছিলেন রাহুল। তাঁর দুই বছরের কোচিং মেয়াদে ভারত কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি। তবে দ্বিপাক্ষিক ম্যাচে দলের পারফরম্যান্স বেশ চমৎকার। ভারত বর্তমানে তিন ফরম্যাটেই বিশ্বের এক নম্বর দল। দ্রাবিড়ের কোচিংয়ে, টিম ইন্ডিয়া ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে টানা ১০টি ম্যাচ জিতে ফাইনালে পৌঁছায়। 

Read more!
Advertisement
Advertisement