Advertisement

India Vs Pakistan Match : দেশভক্তি বনাম টাকা, এত আপত্তি সত্ত্বেও পাকিস্তানের বিরুদ্ধে কেন খেলছে ভারতীয় ক্রিকেট টিম?

আজ রবিবার দুবাইয়ে এশিয়া কাপে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ইতিহাস সাক্ষী, ভারত, পাকিস্তান ম্যাচ বরাবরই দুই দেশের কাছে ক্রিকেট ছাড়িয়ে অনেক বেশি মর্যাদার ও জাত্যভিমানের লড়াই। কোন দল জিতবে, প্রথম একাদশ কেমন হওয়া উচিত তা নিয়ে তর্ক, বিতর্ক চলতেই থাকে। তবে এবার সেই সবের থেকেও বেশি আলোচনা হচ্ছে ভারতের পাকিস্তানের বিরুদ্ধে খেলা উচিত কি না সেই প্রশ্নে।

india vs pakistan india vs pakistan
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 14 Sep 2025,
  • अपडेटेड 2:38 PM IST
  • রবিবার এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া
  • তার আগে জোর বিতর্ক

আজ রবিবার দুবাইয়ে এশিয়া কাপে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ইতিহাস সাক্ষী, ভারত, পাকিস্তান ম্যাচ বরাবরই দুই দেশের কাছে ক্রিকেট ছাড়িয়ে অনেক বেশি মর্যাদার ও জাত্যভিমানের লড়াই। কোন দল জিতবে, প্রথম একাদশ কেমন হওয়া উচিত তা নিয়ে তর্ক, বিতর্ক চলতেই থাকে। তবে এবার সেই সবের থেকেও বেশি আলোচনা হচ্ছে ভারতের পাকিস্তানের বিরুদ্ধে খেলা উচিত কি না সেই প্রশ্নে। কারণ, পহেলগাঁও হামলা। এই হামলার জেরে ভারতের অনেক প্রাণ অকালে ঝরেছিল। গোটা দেশ ফুঁসে উঠেছিল পাকিস্তানের বিরুদ্ধে। যারা সন্ত্রাসে মদত দেয়, ভারতকে বদনাম করে, হত্যালীলা চালায় সেই দেশের বিরুদ্ধে খেলা অর্থহীন, এমনটাই মনে করছেন অনেকে। যদিও বিরুদ্ধ মতও আছে। এমনকী খেলার কয়েক ঘণ্টা আগেও অনেকেই চাইছেন এই ম্যাচ যেন শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়। 

ম্যাচের বিপক্ষে যাঁরা তাঁদের যুক্তি, ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার অর্থ পহেলগাঁও হামলায় যেন কিছুই হয়নি, এমনই মনোভাবের প্রকাশ করা। সেই বীভৎস হত্যাকাণ্ডকে সরকার কি উপেক্ষা করতে চাইছে? জিজ্ঞাসা তাঁদের। সমাজ মাধ্যমে খেলা বয়কটের ডাকও দিয়েছেন অনেকে। প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই ম্যাচের বিপক্ষে। তাঁদের যুক্তি, দেশ সবার আগে। দেশের আবেগ ও মর্যাদাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। এই ম্যাচ না খেললে ভারতের কোনও ক্ষতি হত না। পাকিস্তানকে সমস্যায় পড়তে হত। তাহলে ভারত সম্মতি জানাল কেন? 

ভারত, পাকিস্তান ম্যাচের অনেক আগে থেকে টিকিট বিক্রি হয়ে যায়। তবে সম্প্রতি প্রকাশিত রিপোর্টে উল্লেখ, এখনও গ্যালারি ফুল হয়নি। অনুশীলন সেশনেও দর্শকের সংখ্যা কম ছিল। প্রিমিয়াম টিকিট এখনও সেইভাবে বিক্রির মুখ দেখেনি। ১.৬৭ লক্ষ টাকা থেকে ৪ লক্ষ টাকারও বেশি দামের প্রিমিয়াম টিকিট কেউ কাটেননি বললেই চলে। তবে কম দামের স্ট্যান্ডের টিকিট তুলনামূলক বেশি  বিক্রি হচ্ছে।

আরও পড়ুন

সমালোকদের দাবি এত আপত্তি সত্ত্বেও  ভারত কেন পাকিস্তানের সঙ্গে খেলছে? ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এর নেপথ্যে রয়েছে টাকা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল জানে, ভারত ও পাকিস্তানের ম্যাচে যে আয় হবে তা আর কোনও ম্যাচে হবে না। টেলিভিশনেও কোটি কোটি মানুষ খেলা দেখবে। বিজ্ঞাপনের স্লট প্রিমিয়াম হারে বিক্রি হবে। 

Advertisement

যদিও ভারত সরকার খেলার কারণ অন্য দাবি করেছে। তাদের তরফে জানানো হয়েছে, ভারত পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক ম্যাচ খেলবে না। পাকিস্তানে কাউকে খেলতেও পাঠাবে না বা পাকিস্তানকে ভারতে আসার অনুমতি দেবে না। বিসিসিআইও একই তথ্য দিয়েছে। জানিয়েছে পাকিস্তানের সঙ্গে কোনওভাবেই দ্বিপাক্ষিক ম্যাচ খেলা হবে না। 


টস হতে পারে নির্ণায়ক 

রবিবারে ম্যাচে টস খুব গুরুত্বপূর্ণ বলে দাবি করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এই মাঠে ভারতীয় দল যে ১০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, তার মধ্যে ৪টিতে টস জিতেছে এবং ম্যাচও জিতেছে। এর অর্থ হল, এই মাঠে যখনই ভারতীয় দল কোনও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে টস জিতেছে, তখনই তারা  জিতেছে। বাকি ৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারতীয় দল টস জিততে পারেনি। তবে টস হেরে গেলেও তারা ২টি ম্যাচে জিতেছিল। 

Read more!
Advertisement
Advertisement