Advertisement

PSL Gift : PSL-এর হেয়ার ড্রায়ার অতীত? এবার ধামাকা গিফট পেলেন শাহিন আফ্রিদি, VIDEO VIRAL

ভারতে এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলছে (IPL)। একই সময়ে পাকিস্তানে অনুষ্ঠিত হচ্ছে সুপার লিগ (PSL)। পাকিস্তানের তুলনায় ভারতে বড় বড় খেলোয়াড়রা অংশগ্রহণ করেছেন। প্রতিদিন ম্যাচ শেষে তাঁদের লাখ লাখ টাকার পুরস্কারও দেওয়া হচ্ছে।

Shaheen AfridiShaheen Afridi
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 21 Apr 2025,
  • अपडेटेड 5:06 PM IST
  • সম্প্রতি লাহোর কালান্দার্স তাদের দলের ক্রিকেটারদের উপহার দিয়েছে
  • কোচিং স্টাফরাও তা পেয়েছেন
  • সব থেকে দামি উপহার পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি

ভারতে এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলছে (IPL)। একই সময়ে পাকিস্তানে অনুষ্ঠিত হচ্ছে সুপার লিগ (PSL)। পাকিস্তানের তুলনায় ভারতে বড় বড় খেলোয়াড়রা অংশগ্রহণ করেছেন। প্রতিদিন ম্যাচ শেষে তাঁদের লাখ লাখ টাকার পুরস্কারও দেওয়া হচ্ছে। সেদিক থেকেও পিছিয়ে প্রতিবেশী দেশ। PSL-এ অংশগ্রহণকারী কোনও কোনও খেলোয়াড়কে তো ট্রিমার বা হেয়ার ড্রায়ারের মতো পুরস্কারও দেওয়া হয়েছে। যা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও PSL কর্তৃপক্ষকে। সোশ্যাল মিডিয়ায় মিমও কম হয়নি। 

সেই মিম, বিদ্রুপের জেরেই বোধহয় এবার নড়েচড়ে বসল পাকিস্তানের ফ্রাঞ্চাইজিরা। সম্প্রতি তার প্রমাণও মিলেছে। লাহোর কালান্দার্স তাদের খেলোয়াড়দের এখন দামি দামি পুরস্কার দিচ্ছে। সেই ভিডিও সামনে আসছে। যা নিয়ে চর্চাও চলছে জোরকদমে। 

সম্প্রতি লাহোর কালান্দার্স তাদের দলের ক্রিকেটারদের উপহার দিয়েছে। কোচিং স্টাফরাও তা পেয়েছেন। সব থেকে দামি উপহার পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি। তাঁকে ২৪ ক্যারেট গোল্ড দিয়ে মোড়ানো iphone 16 pro উপহার দেওয়া হয়েছে। আফ্রিদির জন্যই স্পেশাল অর্ডার দিয়ে ফোনটি বানানো হয়েছে। 

ভিডিওতে দেখা যাচ্ছে, শাহিন শাহ আফ্রিদি এই উপহারটি খুলে দেখতেই অবাক হয়ে যান চারপাশে থাকা তাঁর সতীর্থরা। ইংল্যান্ডের ব্যাটসম্যান স্যাম বিলিংসকেও বেশ অবাক হতে দেখা যায়। 

 তবে শাহিনের সতীর্থ ও ফাস্ট বোলার হারিস রউফ বেশ মশকরা করে বলেন, শুধুমাত্র অধিনায়ককে আইফোন দেওয়াটা অন্যায়। এদিকে লাহোর কালান্দার্স এই উপহার সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় লিখেছে, 'আমাদের অধিনায়ককে কালান্দার্স প্রাপ্য উপহারটি দিয়েছে। শাহিনের জন্য এই ফোনটি বিশেষভাবে বানানো। ডিজাইন করা। উনি এটা পেয়ে খুশি হয়েছেন।' 

প্রসঙ্গত, শাহিন আফ্রিদির নেতৃত্বে লাহোর কালান্দার্স বর্তমানে পিএসএল-এর পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। তিনটি ম্যাচের মধ্যে দুটোতে জিতেছে তারা। চারটির মধ্যে চারটিতেই জয় ছিনিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। 

উল্লেখ্য, এর আগে করাচি কিংস ড্রেসিংরুমে বিজয় উদযাপনের সময় তাদের খেলোয়াড়দের একটি হেয়ার ড্রায়ার উপহার দিয়েছিল। লাহোর কালান্দার্স তাদের এক বোলারকে দিয়েছিল ট্রিমার। তারপর থেকেই নেটিজেনদের কাছে আলোচনার বিষয়বস্ত হয়ে উঠেছে পিএসএল-এর খেলোয়াড়দের দেওয়া পুরস্কার। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement