Advertisement

R Ashwin : তাঁকে অবসর নিতে বাধ্য করেছিলেন গম্ভীর ও রোহিত? অবশেষে সত্যিটা জানালেন অশ্বিন

ইংল্যান্ডে বর্ডার গাভাস্কার ট্রফি চলাকালীন মাঝপথে অবসর গ্রহণ করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। হঠাৎ কেন অবসর গ্রহণ করলেন, তা নিয়ে সেই সময় একাধিক জল্পনা শুরু হয়েছিল। কানাঘুষো শোনা গিয়েছিল, কোচ গৌতম গম্ভীর বা অধিনায়ক রোহিত শর্মার জন্য অবসর নিয়েছেন অশ্বিন।

Ravichandran AshwinRavichandran Ashwin
Aajtak Bangla
  • দিল্লি,
  • 09 Oct 2025,
  • अपडेटेड 8:06 PM IST
  • কেন অবসর নিয়েছিলেন? মুখ খুললেন অশ্বিন
  • জানালেন, তাঁকে কেউ জোর করেনি। স্বেচ্ছায় সিদ্ধান্ত নিয়েছিলেন

ইংল্যান্ডে বর্ডার গাভাস্কার ট্রফি চলাকালীন মাঝপথে অবসর গ্রহণ করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। হঠাৎ কেন অবসর গ্রহণ করলেন, তা নিয়ে সেই সময় একাধিক জল্পনা শুরু হয়েছিল। কানাঘুষো শোনা গিয়েছিল, কোচ গৌতম গম্ভীর বা অধিনায়ক রোহিত শর্মার জন্য অবসর নিয়েছেন অশ্বিন। তাঁকে খেলা ছাড়তে বাধ্য করা হয়েছে। তবে সেই সব জল্পনায় জল ঢাললেন তিনি। জানালেন, অবসরের সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত। এর পিছনে কারও হাত নেই। কেউ তাঁকে জোরও করেছিল না। 

নিজের ইউটিউব চ্যানেলে অবসর নিয়ে মুখ খোলেন অশ্বিন। বলেন, 'কেউ আমাকে অবসর নিতে বলেনি। নিজের ইচ্ছেয় খেলা থেকে সরিয়ে এসেছি। কেউ বলেনি যে আমার দলে জায়গা হবে না। বরং আমি যখন সিদ্ধান্ত নিয়েছিলাম তখন অনেকে আমাকে বারণ করেছিলেন। তাঁরা চেয়েছিলেন আমি আরও খেলি। কিন্তু আমি তখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম। মনের কথা শুনেই যা করার করেছি।' 

গৌতম গম্ভীর ও রোহিত শর্মা তাঁকে সিদ্ধান্ত প্রত্যাহার করার অনুরোধ জানিয়েছিলেন বলেও জানান অশ্বিন। তিনি বলেন, 'রোহিত শর্মা ও গৌতম গম্ভীর আমার সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। গৌতি ভাই আমাকে পুনর্বিবেচনা করতে বলেছিলেন। তবে আমি অজিত আগরকারের (নির্বাচন কমিটির চেয়ারম্যান) সঙ্গে খুব বেশি আলোচনা করিনি।' 

রোহিত শর্মাকে ওয়ানডের অধিনায়ক আর রাখেননি নির্বাচকরা। রোহিত ও কোহলি বিশ্বকাপে খেলবেন কি না বা তাঁদের সুযোগ দেওয়া হবে কি না তা নিয়েও নির্বাচকরা এখন থেকে খোলসা করেননি কিছুই। সেই ইস্যুতে রো-কোর পাশে দাঁড়ান অশ্বিন। বলেন, 'টিম ম্যানেজমেন্টের উচিত ওঁদের সঙ্গে খোলামেলা আলোচনা করা। তাহলে অনেক বিষয় সহজ হয়ে যাবে। বিরাট ওয়ানডে ক্রিকেটের একজন কিংবদন্তি। ২০২৩ বিশ্বকাপে উনি এবং রোহিত যেভাবে ব্য়াট করেছিলেন তার থেকেই পরিষ্কার কতটা বড় খেলোয়াড়। আমার মনে হয় না কোনও দল বা ম্যানেজমেন্ট বলবে, ওদের প্রয়োজন নেই। তাঁদের মতো অভিজ্ঞতা কতজনেরই বা আছে?' 
 

Advertisement
Read more!
Advertisement
Advertisement