Advertisement

Rahul Dravid: RR কোচের পদ থেকে ইস্তফা রাহুল দ্রাবিড়ের, কেন এই সিদ্ধান্ত?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) রাজস্থান রয়‍্যালস (RR) দলের হেড কোচের পদ থেকে সরে দাঁড়ালেন রাহুল দ্রাবিড়। ফ্র্যাঞ্চাইজি একটি বিবৃতি দিয়ে এ কথা জানিয়ে দিয়েছে। আইপিএলে রাজস্থান রয়‍্যালসের হয়ে ৪৬টি ম্যাচ খেলা দ্রাবিড় গত বছর হেড কোচ হয়েছিলেন। তাঁর কোচিংয়ে, ২০২৫ সালের আইপিএলে রাজস্থান রয়‍্যালসের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না।

রাহুল দ্রাবিড়রাহুল দ্রাবিড়
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 30 Aug 2025,
  • अपडेटेड 2:35 PM IST
  • রাজস্থান কোচের পদ ঠেকে সরে দাঁড়ালেন দ্রাবিড়
  • ধন্যবাদ জানিয়ে পোস্ট রাজস্থানের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) রাজস্থান রয়‍্যালস (RR) দলের হেড কোচের পদ থেকে সরে দাঁড়ালেন রাহুল দ্রাবিড়। ফ্র্যাঞ্চাইজি একটি বিবৃতি দিয়ে এ কথা জানিয়ে দিয়েছে। আইপিএলে রাজস্থান রয়‍্যালসের হয়ে ৪৬টি ম্যাচ খেলা দ্রাবিড় গত বছর হেড কোচ হয়েছিলেন। তাঁর কোচিংয়ে, ২০২৫ সালের আইপিএলে রাজস্থান রয়‍্যালসের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। 

কী জানালো রাজস্থান? 
রাজস্থান রয়‍্যালসের অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, 'হেড কোচ রাহুল দ্রাবিড় আইপিএল ২০২৬-এর আগেই রাজস্থান রয়‍্যালসের সঙ্গে তাঁর সম্পর্ক শেষ করেছেন। রাহুল বহু বছর ধরে রয়‍্যালসের উন্নতিতে মূল ভূমিকা পালন করেছেন। তাঁর নেতৃত্ব একটা নতুন প্রজন্মের খেলোয়াড়দের উঠে আসতে দেখা গিয়েছে। এই ফ্র্যাঞ্চাইজির সংস্কৃতিতে এক বড় ছাপ রেখে গিয়েছেন।'
 

বিবৃতিতে আরও বলা হয়েছে, 'ফ্র্যাঞ্চাইজির কাঠামো পর্যালোচনার অংশ হিসেবে, রাহুলকে আরও বড় পদের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা গ্রহণ করেননি। রাজস্থান রয়‍্যালস, এর খেলোয়াড় এবং বিশ্বজুড়ে লক্ষ লক্ষ ভক্ত দ্রাবিড়কে তাঁর অসাধারণ পরিষেবার জন্য ধন্যবাদ জানায়।'

দ্রাবিড়ের কোচিং-এ টি২০ বিশ্বকাপ জিতেছে ভারত
ভারতীয় দলকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে কোচের পদ থেকে অবসর নেন রাহুল দ্রাবিড়। তারপরেই রাজস্থান রয়্যালসের কোচ হন তিনি। এবার সেই পদ থেকেও ইস্তফা দিলেন 'দ্য ওয়াল'। এর আগে তিনি বেঙ্গালুরুর ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্বে ছিলেন। সেখান থেকেও নতুন নতুন ক্রিকেটারদের তুলে আনার ক্ষেত্রে বড় ভূমিকা নেন। অনুর্দ্ধ-১৯ দলের কোচ হিসেবেও জিতেছেন বিশ্বকাপ। দ্রাবিড় দায়িত্ব ছাড়ার পর, টিম ইন্ডিয়ার কোচ হন গৌতম গম্ভীর। এখনও তিনিই ভারতীয় দলের দায়িত্বে। এবার দেখার, কাকে রাজস্থান দল কোচ হিসেবে নিয়োগ করে। কারণ এখনও অবধি মাত্র একবার আইপিএল জিতেছে রাজস্থান। তাও সেটা প্রথমবার ২০০৮ সালে। এরপর আর আইপিএল জেতা হয়নি। ট্রফি খরা কাটাতে বদ্ধপরিকর রাজস্থান।      

Read more!
Advertisement
Advertisement