
Ranji Trophy 2024: ভারতীয় তারকা পেসার ও সুইং কিং ভুবনেশ্বর কুমার ৬ বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরলেন। তিনি দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন। চলমান রঞ্জি ট্রফি ম্যাচে বাংলার বিরুদ্ধে উত্তরপ্রদেশের হয়ে ৫ উইকেট তুলে নিয়েছেন অভিজ্ঞ বোলার। ম্যাচের প্রথম দিনে, ভুবনেশ্বর প্রথম ইনিংসে ব্যাট হাতে তাদের বিব্রতকর পারফরম্যান্সের পর তার দলকে উদ্ধার করেন।
উত্তরপ্রদেশের কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি। প্রথমে ব্যাট করে ইউপি মাত্র ৬০ রানে গুটিয়ে যায়। বাংলার পক্ষে পেসার মহম্মদ কাইফ ৪ উইকেট নেন। কাইফ হলেন ভারতের তারকা পেসার মোহাম্মদ শামির খুড়তুতো ভাই। যিনি ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে খেলছেন। ক্যাপ্টেন নীতীশ রানা (১১), সমর্থ সিং (১৩) এবং আরিয়ান জুয়াল (১১) একমাত্র খেলোয়াড় ছিলেন যিনি উত্তর প্রদেশের হয়ে এক অঙ্কের স্কোর অতিক্রম করেন। .
ভুবনেশ্বর, যিনি ২০১৮ সাল থেকে কোনও প্রথম শ্রেণির ম্যাচ খেলেননি, তিনি তার দলের হয়ে রঞ্জি ট্রফিতে ফিরলেন। ভুবনেশ্বর বাংলার বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে নিজস্ব সিগনেচার স্টাইলে তাঁর প্রত্যাবর্তনকে চিহ্নিত করেছেন। প্রথম দিন স্টাম্প এর সময় পর্যন্ত বাংলার স্কোর দাঁড়িয়েছে ৫ উইকেটে ৯৫ এবং দল ৩৫ রানে এগিয়ে আছে।
১১তম ওভার পর্যন্ত বাংলা কোনও উইকেট হারায়নি এবং তারপরেই ভুবনেশ্বর পতনের সূচনা করেন। এদিন শুক্রবার বাংলার হয়ে যে ৫ উইকেট পড়েছে তার সব কটিই তিনি নিয়েছেন। পেসার তার ১১ ওভারের ব্যবধানে দলকে ০ উইকেটে ৩২ থেকে ৫ উইকেটে ৮২তে দাঁড় করিয়ে দেন। তিনি ১৩ ওভারে ২৫ রান দিয়ে ৫ উইকেট নিয়ে প্রথম দিন শেষ করেন।
ভুবনেশ্বর, যিনি তিন ফরম্যাট জুড়ে ভারতের প্রথম সারির পেসার ছিলেন। ২০১৮ সাল থেকে টেস্ট স্কোয়াডের অংশ নন৷ তাঁর শেষ টেস্ট উপস্থিতি ছিল জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে৷ ৩৩ বছর বয়সী এই পেসারের আন্তর্জাতিক ক্যারিয়ার ইনজুরির কারণে নষ্ট হয়ে গিয়েছে। তবে তাঁর একটা পারফরম্যান্সে প্রত্যাবর্তন সহজ হবে না। যদি ভবিষ্য়তে দলে ফিরতে চান, অন্তত কয়েকটা এমন বোলিং করতে হবে।
২১ টেস্টে, ভুবনেশ্বর ভারতের হয়ে ৪ টি পাঁচ উইকেট হল সহ ৬৩ উইকেট শিকার করেছেন।