Advertisement

Ranji Trophy: রঞ্জিতেও ব্যর্থ রোহিত-গিল-পান্তরা, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অশনি সংকেত

টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন ভারতীয় দলের (Indian Cricket Team) তারকা ব্যাটাররা। অস্ট্রেলিয়া সিরিজ তো বটেই, তার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজেও রান আসেনি রোহিত শর্মা (Rohit Sharma), শুভমন গিল (Shubman Gill), বিরাট কোহলিদের (Virat Kohli) ব্যাট থেকে। কোনও কোনও ইনিংসে কোনও কোনও তারকা রান পেলেও ধারাবাহিকতার অভাব চোখে পড়েছিল। রঞ্জি ট্রফি (Ranji Trophy) খেলতে নেমেও ভারতীয় দলের বড় তারকারা ব্যর্থ।

জয়সওয়াল, রোহিত শর্মা ও শুভমন গিলজয়সওয়াল, রোহিত শর্মা ও শুভমন গিল
Aajtak Bangla
  • মুম্বই,
  • 23 Jan 2025,
  • अपडेटेड 1:29 PM IST

টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন ভারতীয় দলের (Indian Cricket Team) তারকা ব্যাটাররা। অস্ট্রেলিয়া সিরিজ তো বটেই, তার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজেও রান আসেনি রোহিত শর্মা (Rohit Sharma), শুভমন গিল (Shubman Gill), বিরাট কোহলিদের (Virat Kohli) ব্যাট থেকে। কোনও কোনও ইনিংসে কোনও কোনও তারকা রান পেলেও ধারাবাহিকতার অভাব চোখে পড়েছিল। রঞ্জি ট্রফি (Ranji Trophy) খেলতে নেমেও ভারতীয় দলের বড় তারকারা ব্যর্থ।

দলের লাগাতার ব্যর্থতার কথা মাথায় রেখে সমস্ত ক্রিকেটারকে রঞ্জি ট্রফি খেলতে হবে বলে জানিয়ে দিয়েছিল বিসিসিআই (BCCI)। সেই মতো বৃহস্পতিবার বিভিন্ন ম্যাচে খেলতে নামলেও, রান পাননি কোনও তারকাই। জম্মু কাশ্মীরের বিরুদ্ধে ম্যাচে মুম্বই দলের রোহিত শর্মা আউট হয়েছেন মাত্র ৩ রান করে। ১৯ বল খেলে উমর নাজিরের শর্ট বলে আউট হন রোহিত। সেই ম্যাচেই ইনস্যুইং বলে লেগ বিফোর হন ভারতীয় দলের আরেক ওপেনার যশস্বী জয়সওয়ালও (Yashasvi Jaiswal)। তিনি করেন মাত্র ৪ রান। ১৭ বলে মাত্র ১২ রান করে আউট হন অজিঙ্কা রাহানেও (Ajinkya Rahane)।

ব্যর্থ হয়েছেন শুভমন গিল, শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer), রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad), রজত পাতিদার (Rajat Patidar) ও ঋষভ পান্তও (Rishabh Pant)। পঞ্জাবের হয়ে খেলা গিল আট বল খেলে ৪ রান করে আউট হন। শ্রেয়াস আইয়ার সাত বল খেলে ১১ রান করে আউট হন। রুতুরাজ ২১ বল খেললেও ১০ রানেই ফেরেন। খাতাই খুলতে পারেননি রজত পাতিদার। আর অন্যদিকে ঋষভ পান্ত আউট হয়েছেন মাত্র ১ রান করে। 

ভারতীয় টেস্ট দলের ব্যাটিং ব্যর্থতা ঘরোয়া ক্রিকেটেও অব্যহত। দ্রুত তারা ফর্মে ফিরতে পারেন কিনা সেদিকেই নজর থাকবে বিসিসিআই-এর। আপাতত টেস্ট ক্রিকেট না থাকলেও, ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে। সেখানে রোহিত শর্মা, বিরাট কোহলিদের ফর্মে থাকা খুবই জরুরী। তাই দ্রুত তারকা ব্যাটাররা ছন্দে ফিরে আসুন সেটাই চাইবেন টিম ইন্ডিয়ার সমর্থকরা। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement